শনিবার, ৪ জুন, ২০২২ ০০:০০ টা

শুরু হলো উদীচী সম্মেলন

শোবিজ প্রতিবেদক

শুরু হলো উদীচী সম্মেলন

জাতীয় সংগীতের মধ্য দিয়ে শুরু হয়েছে উদীচী সম্মেলন। দেশের সবচেয়ে বড় সাংস্কৃতিক সংগঠন বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর ২২তম জাতীয় সম্মেলন। বৃহস্পতিবার বিকালে মহানগর নাট্যমঞ্চে এর যাত্রা হয়। তিন দিনব্যাপী এই আয়োজনের উদ্বোধন করেন আলোচিত বিজ্ঞান শিক্ষক হৃদয়চন্দ্র মন্ডল। এবার সম্মেলনের মূল স্লোগান- ‘শ্রেণিভেদ ভাঙি শোষিতের রোষে, সম্প্রীতির মালা গাঁথি ভেদাভেদ নাশে।’ উদীচীর ২২তম জাতীয় সম্মেলনে অতিথি হিসেবে অংশ নেবেন নাট্যজন মামুনুর রশীদ, সাহিত্যিক ও গবেষক অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম, শিক্ষাবিদ ও লেখক ড. জাফর ইকবাল এবং সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ।  সম্মেলনে উদীচীর অন্যতম প্রতিষ্ঠাতা ও সাবেক সভাপতি গোলাম মোহাম্মদ ইদুকে বিশেষ সম্মাননা প্রদান করা হবে।  সম্মেলনে দেশ ও বিদেশের শাখা মিলে প্রায় ১ হাজার ২০০ শিল্পী-কর্মী প্রতিনিধি হিসেবে অংশ নিচ্ছেন।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর