রবিবার, ১২ জুন, ২০২২ ০০:০০ টা

এবার ফাখরুলের ‘অবিনশ্বর’

শোবিজ প্রতিবেদক

এর আগে তিনটি ভিন্ন ধারার চলচ্চিত্র নির্মাণ করেছেন ফাখরুল আরেফিন খান। পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারও। এরমধ্যে ‘ভুবনমাঝি’, ‘গন্ডি’ মুক্তি পেলেও মুক্তির মিছিলে আছে ‘জেকে ১৯৭১’ ছবিটি।  এবার তাঁর প্রামাণ্য চলচ্চিত্র। নাম ‘অবিনশ্বর’। এটি নির্মাণ করছেন ভাষা আন্দোলনের প্রথম সৈনিক ধীরেন্দ্রনাথ দত্তকে ঘিরে। ফাখরুল আরেফিন খান জানান, সম্প্রতি কুষ্টিয়া, কুমারখালী ও ঢাকার বেশ কয়েকটি স্থানে এর দৃশ্য ধারণ হয়েছে। বর্তমানে পোস্ট প্রোডাকশনের কাজ চলছে। ২০১৯-২০ সালের সরকারি অনুদানে নির্মিত এই প্রামাণ্য চলচ্চিত্রে অভিনয় করেছেন নওফেল জিসান, আতিক রহমান, যশ জায়েদী, আমিরুল ইসলাম, শাহীন সরকার, আসলাম আলী, আনোয়ার বাবু, হালিম স্বপন প্রমুখ। নির্মাতা বলেন, ‘মুক্তিযুদ্ধে যে কজন মানুষকে নিয়ে আমরা সর্বময় আলোচনার মধ্যে থাকি, সেখানে ধীরেন্দ্রনাথ দত্ত অনুপস্থিত। অথচ বাংলাদেশের মুক্তিযুদ্ধের মূল সূতিকাগার ভাষা আন্দোলনের প্রথম পদক্ষেপ নিয়েছিলেন তিনি।

সর্বশেষ খবর