বৃহস্পতিবার, ১৪ জুলাই, ২০২২ ০০:০০ টা
লুৎফর রহমান জর্জ

ডোম চরিত্রে

শোবিজ প্রতিবেদক

ডোম চরিত্রে

বিশেষ টেলিফিল্ম ‘সুগন্ধি’। সুস্ময় সুমনের রচনায় টেলিফিল্মটি পরিচালনা করেছেন জামাল মল্লিক। এতে ভিন্ন চরিত্রে অভিনয় করেছেন বাকের ভাইয়ের সাগরেদ মজনু চরিত্রের সেই লুৎফর রহমান জর্জ। বিভিন্ন চরিত্রে আরও রয়েছেন ইয়াশ রোহান, নিশাত প্রিয়ম, শিল্পী সরকার অপু, সায়েম সামাদ প্রমুখ। এর গল্পে দেখা যাবে, মন্টু একজন ডোম। স্থানীয় মর্গে সে লাশ কাটে। লাশ কাটা আর নেশা করা ছাড়া তার আর অন্য কোনোদিকে মন নেই। সংসারে আছে বউ আর দুই ছেলেমেয়ে। ছেলেটা পড়াশোনায় ভালো, কিন্তু মন্টু তার ছেলে রন্টুকে তার লাইনে আনতে চায়। রন্টু পড়াশোনা করে শিক্ষিত হতে চায়। রন্টুকে ভালোবাসে একই এলাকার মেয়ে নাজিয়া। সে জানে না রন্টু একজন ডোমের ছেলে। সে কেবল জানে রন্টু ভালো স্টুডেন্ট, আর এটাই তার কাছে সবচেয়ে বড় পরিচয়। রন্টুও মনে মনে ভালোবাসে নাজিয়াকে, কিন্তু সেটা প্রকাশ করতে ভয় পায়। তার কাছে মনে হতে থাকে, নাজিয়া যেদিন জানতে পারবে সে একজন ডোমের সন্তান, সেদিন নাজিয়া তাকে ছেড়ে চলে যাবে। রন্টু সব সময় নিজের শরীরে খুব কড়া গন্ধের পারফিউম মেখে থাকে। কারণ তার কাছে মনে হতে থাকে, তার শরীর থেকে বোধহয় লাশের গন্ধ ছুটছে।’ এনটিভিতে ঈদের সপ্তম দিন দুপুর ২টা ২৫ মিনিটে প্রচার হবে এটি।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর