রবিবার, ৮ জানুয়ারি, ২০২৩ ০০:০০ টা

ক্ষতিপূরণ চান রোমিও-জুলিয়েট

শোবিজ ডেস্ক

কৈশোরে এই রোমিও-জুলিয়েট সিনেমায় নগ্ন দৃশ্যে অভিনয়ে বাধ্য হয়েছিলেন দাবি করে মামলা ঠুকেছেন লিওনার্ড হোয়াইটিং ও অলিভিয়া হাসি। উইলিয়াম শেকসপিয়রের অমর সৃষ্টি রোমিও ও জুলিয়েটকে প্রায় সাত দশক আগে রুপালি পর্দায় রূপায়ণ ঘটিয়েছিলেন লিওনার্ড হোয়াইটিং ও অলিভিয়া হাসি। ধন্য ধন্য পড়েছিল তাঁদের নিয়ে। সফল সেই সিনেমা অস্কারও জয় করেছিল। ১৯৬৮ সালে সিনেমাটি যখন করেন তখন দুজনই ছিলেন কৈশোরে। এখন ৭০ বছর বয়সে দাঁড়িয়ে তখনকার ঘটনা নিয়ে গুরুতর এক অভিযোগ তুললেন হোয়াইটিং ও হাসি। সেই সময় তাঁদের নগ্ন দৃশ্যে অভিনয়ে বাধ্য করা হয়েছিল বলে এখন তাঁরা সিনেমাটির প্রযোজনা সংস্থা প্যারামাউন্ড পিকচার্সের কাছে ৫০ কোটি ডলার ক্ষতিপূরণ চেয়ে মামলা ঠুকেছেন বলে বিবিসি জানিয়েছে। মামলায় যৌন নিপীড়ন, যৌন নিগ্রহ এবং প্রতারণার অভিযোগ আনা হয়েছে। হোয়াইটিং ও হাসি বলছেন, তাঁদের সঙ্গে যে আচরণ করা হয়েছে, তাতে তাঁরা দুজনই দশকের পর দশক ধরে মানসিক যন্ত্রণায় ভুগেছেন। ১৯৬৮ সালের রোমিও অ্যান্ড জুলিয়েট সিনেমায় অভিনয় করেন লিওনার্ড হোয়াইটিং ও অলিভিয়া হাসি। রোমিও অ্যান্ড জুলিয়েট ১৯৬৮ সালে সেরা পরিচালক, সেরা চলচ্চিত্রসহ চারটি ক্যাটাগরিতে অস্কার পুরস্কারের জন্য মনোনয়ন পেয়েছিল। শেষ পর্যন্ত সেরা চিত্রনাট্য ও রূপসজ্জার পুরস্কার দুটি ঝুলিতে পুরেছিল। অভিযোগের বিষয়ে প্যারামাউন্ট পিকচার্সের পক্ষ থেকে এখনো কোনো বক্তব্য আসেনি।

সর্বশেষ খবর