ইমপ্রেস টেলিফিল্মের প্রযোজনায় মাহবুবা ইসলাম সুমীর প্রথম চলচ্চিত্র নির্মাণ ‘তুমি রবে নিরবে’ প্রচার হবে চ্যানেল আইয়ে আজ বিকাল ৩টা ৫ মিনিটে। রবীন্দ্রনাথের গল্প অবলম্বনে নির্মিত এর চিত্রনাট্যও করেছেন তিনি। এর প্রধান চরিত্রে অভিনয় করেছেন ওপার বাংলার শিল্পী ভাস্বর চ্যাটার্জি ও অমৃতা চট্টোপাধ্যায় এবং এপার বাংলা থেকে অভিনয় করেছেন তানজিন তিশা ও ইরফান সাজ্জাদ প্রমুখ।