জোভান-মেহজাবীন, ব্যক্তিজীবন ছাড়াও তাদের প্রফেশনাল বন্ধুত্ব আছে। তাদের বন্ধুত্বের পরিচিতিটা গড়ে উঠেছে মূলত নাটকে কাজ করতে গিয়ে। আর সেই নাটকটি হলো- ‘বেস্ট ফ্রেন্ড’। ২০১৮ সালের দিকে জোভান-মেহজাবীনকে জুটি করে প্রবীর বানিয়েছিলেন নাটকটি। এরপর আরও দুটি নাটক নির্মাণ করেন একই নামে। লম্বা বিরতির পর ফের এক হলো এ সফল ‘বেস্ট ফ্রেন্ড’ ট্রায়ো। এদিকে মেহজাবীন তাদের এ প্রজেক্ট প্রসঙ্গে অনেকটাই বিস্তারিত ও স্মৃতিকাতর। নাটক থেকেও অনেকটা দূরে সরেছেন মেহজাবীন। তাহলে ফের এক হলো কেমন করে এ তিনজন? জবাবে মেহজাবীন বলেন, ‘অনেক দিন ধরে প্রবীর রায় চৌধুরী বলছিলেন যে, আমাদের সেই ত্রয়ী মিলে আবার কিছু করা উচিত। তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি ২০২৫ সালের ভালোবাসা দিবসে আবারও একসঙ্গে কাজ করার। আমি আশা করি ২০১৮ এবং পরের সিরিজের সময় যে ভালোবাসা আমরা পেয়েছিলাম, এবারও সমান ভালোবাসা পাব’। নির্মাতা প্রবীর রায় চৌধুরী জানান, এবারের গল্পটি আর ১, ২ বা ৩ নম্বর পরিচয়ে থাকছে না। গল্পটির নাম- ‘বেস্ট ফ্রেন্ড ২.০’। জানা যায়, এটি প্রযোজনা প্রতিষ্ঠান সিএমভির প্রযোজনায় নির্মিত হচ্ছে।