অনন্তলোকে পাড়ি জমালেন উপমহাদেশের প্রখ্যাত সরোদবাদক ওস্তাদ আশীষ খাঁ। ৮৪ বছর বয়সে বাংলাদেশ সময় শুক্রবার যুক্তরাষ্ট্রের একটি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বলে জানিয়েছেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরিচালক মেহজাবীন রহমান। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার হেনরি মায়ো মেমোরিয়াল হাসপাতালে তিনি মারা যান। ওস্তাদ আলাউদ্দিন খাঁর নাতি ও ওস্তাদ আলী আকবর খাঁর ছেলে আশীষ খাঁর মৃত্যুতে উপমহাদেশের সংগীতে আরেকটি নক্ষত্রের পতন হলো। আশীষ খাঁর জন্ম ভারতের মাইহারে ১৯৩৯ সালের ৫ ডিসেম্বর। শাস্ত্রীয় সংগীতশিল্পী ও সরোদবাদক হিসেবে বিশ্বজুড়ে তাঁর খ্যাতি রয়েছে।