গত বছরের ২৩ জুন বিয়ের পিঁড়িতে বসেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী সোনাক্ষী সিনহা। তার এক মাস আগে মুক্তি পায় এই তারকা অভিনীত নেটফ্লিক্স সিরিজ ‘হীরামন্ডি’। সঞ্জয় লীলা বানসালি পরিচালিত এই সিরিজে প্রধান নারী চরিত্রে অভিনয় করে দারুণ সাড়া ফেলেন সোনাক্ষী। সাফল্যের রেশ কাটার আগেই তিনি অভিনেতা জহির ইকবালকে বিয়ে করেন। এরপর এক বছর পার হয়ে গেলেও এই নায়িকার নতুন কোনো ছবিতে চুক্তিবদ্ধ হওয়ার খবর শোনা যায়নি। তিনি স্বামী ও সংসার নিয়েই আনন্দে ছিলেন। বিভিন্ন জায়গায় ঘুরে বেড়িয়েছেন। তবে দর্শক তাকে পর্দায় মিস করেননি। কারণ, বিয়ের আগেই শুটিং শেষ করা দুটি ছবিতে দেখা গেছে সোনাক্ষীকে। একটি ‘ছোটে মিয়া বড়ে মিয়া’ (অতিথি চরিত্র), অন্যটি ‘নিকিতা রায় অ্যান্ড দ্য বুক অব ডার্কনেস’। তবে এবার বুঝি বিয়ের ছুটি আর ভালো লাগছে না নায়িকার। তাই অচিরেই শুটিং সেটে ফিরছেন সোনাক্ষী। বছরের শুরুতে নির্মাতা রীমা কাগতি তার পরিচালিত ‘সুপার বয়েজ অব মালেগাঁও’ ছবিটির জন্য সংবাদ শিরোনামে এসেছিলেন। যা সর্বত্র সমালোচকদের প্রশংসা অর্জন করেছিল। ‘সুপার বয়েজ অব মালেগাঁও’ মুক্তির পরপরই রীমা তার আরেক প্রশংসিত সিরিজ ‘দাহাড়’-এর পরবর্তী কিস্তি লিখতে শুরু করেছেন। যারা জানেন না তাদের জন্য বলা, ২০২৩ সালে সোনাক্ষী সিনহাকে প্রধান চরিত্রে রেখে রীমা কাগতির নির্মাণ করেন ‘দাহাড়’। এই ওয়েব সিরিজের মাধ্যমেই সোনাক্ষী ওটিটির জগতে আত্মপ্রকাশ করেন।