সাবেক প্রেমিক শাহেদ কাপুরকে দেখে না দেখার ভান করে এড়িয়ে গেলেন কারিনা কাপুর।
মুম্বাই মিররের খবর অনুযায়ী, সম্প্রতি এক অ্যাওয়ার্ড অনুষ্ঠানে পারফরম্যান্সের জন্য মঞ্চের পেছনে মহড়া দিচ্ছিলেন শাহেদ। একই অনুষ্ঠানে নাচার কথা ছিল কারিনার। মহড়ার জন্য মঞ্চের পেছনে গিয়ে তিনি দেখেন শাহেদকে, আর তখনই ঘুরে বেরিয়ে যান কারিনা।
শাহেদের মহড়া শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করেন তিনি। অবশেষে শাহেদ চলে গেলে নিজের মহড়া শুরু করেন।
ব্যক্তিগত জীবনের ব্যাপারে বরাবরই খোলামেলা কারিনা সম্প্রতি বলেছিলেন, শাহেদের সঙ্গে সিনেমায় অভিনয় করতে আপত্তি নেই তার। কিন্তু সম্পর্ক ভাঙার পর থেকে সবসময়ই শহিদকে এড়িয়ে চলেছেন তিনি।
উল্লেখ্য, বেশ কয়েক বছর প্রেম করার পর সম্পর্ক ভাঙে শাহেদ-কারিনা জুটির। এর নেপথ্য কারণ ছিলেন সাইফ আলি খান। ২০০৭ সালে ‘তাশান’ সিনেমার শুটিং করতে গিয়ে সাইফের সঙ্গে পরিচয় হয় কারিনার। পরিচয় থেকে প্রেম। এরপর ২০১২ সালে সাইফিনা জুটির বিয়ে সম্পন্ন হয়।