সংগীত শিল্পী ও পরিচালক বেলাল খানের সুরে এবারই প্রথম গান গাইতে যাচ্ছেন পাওয়ার ভয়েজখ্যাত কণ্ঠশিল্পী কর্ণিয়া। কর্ণিয়া বেলাল খানের সুরে ও মুশফিক লিটুর সংগীতায়োজনে বেলাল খানের সঙ্গে দ্বৈতকণ্ঠে গাইবেন। গানটি লিখেছেন সাংবাদিক সোমেশ্বর অলি। আজ সন্ধ্যায় গানটির রেকর্ডিংয়ের কাজ সম্পন্ন হবে বলে জানিয়েছেন বেলাল খান।
তিনি বলেন, 'ভালোবাসা দিবসে একটি মিঙ্ড অ্যালবামের কাজ করছি আমি আর মুশফিক লিটু। কিছু ভালো গান শ্রোতাদের উপহার দেওয়ার চেষ্টা করছি আমরা। অনেকেই গাইছেন আমাদের এই অ্যালবামে। কর্ণিয়াও গাইবেন আমার সঙ্গে। কর্নিয়ার সঙ্গে এর আগে স্টেজ শোতে গেয়েছি।