সিনেপর্দায় আসছে বিশ্বকুখ্যাত চোর চার্লস শোভরাজের বায়োপিক এমনটাই শোনা যাচ্ছিল। এটা পরিচালনার দায়িত্বে ছিলেন পূজা ভাট। কিন্তু প্রযোজকের সঙ্গে মতান্তর হওয়ায় ছবির শ্যুটিং শুরুর কিছুদিনের মধ্যেই পূজা ছবিটি ছেড়ে দেন। শেষমেশ এটা পরিচালক প্রবাল রমনের হাতে গিয়ে পড়ে।
শুধু পরিচালক নয়, ছবির নামও পরিবর্তন করা হয়েছে। 'ব্যাড' বদলে রাখা হয় 'ম্যায় আউর চার্লস' ৷ কিছুদিন হলো মুক্তি পেল 'ম্যায় আউর চার্লস'-এর ফার্স্ট লুক। ছবিতে চার্লস শোভরাজের ভূমিকায় অভিনয় করেছেন রণদীপ হুডা।