পরিচালক মনিরত্নমের হাত ধরেই ফিরছেন ঐশ্বরিয়া রাই। মনিরত্নমের 'ইরুভার' চলচ্চিত্র দিয়ে অভিনয় জীবন শুরু করেছিলেন এ বিশ্বসুন্দরী। আর মনিরত্নমের চলচ্চিত্র 'গুরু' থেকেই অভিষেকের সঙ্গে প্রেমপবের্র শুরু ঐশ্বরিয়ার। বিয়ের পরও সেই মনি স্যারের 'রাবন' ছবিতেই একসঙ্গে কাজ করেছিলেন অভি-অ্যাশ। অভি-অ্যাশের সঙ্গে মনিরত্নমের সমীকরণ বরাবরই অসাধারণ। কিন্তু এবার মনির চরিত্রে নারী চরিত্রই প্রধান। আরাধ্য প্লে স্কুলে ভর্তি হওয়ার পরই কামব্যাকের কথা ভাবছিলেন ঐশ্বরিয়া। সেই ইচ্ছাটি পূরণ হতে যাচ্ছে। শীঘ্রই নতুন ছবির ঘোষণা দিতে যাচ্ছেন তিনি। এই মুহূর্তে ঐশ্বরিয়া আর মনি ভাবছেন ছবির যাবতীয় বিষয় নিয়ে।