বাংলা ওয়েব সিরিজ 'দুপুর ঠাকুরপো'র সিজন-২ সম্প্রতি কাঁপিয়েছেন ভোজপুরি অভিনেত্রী অন্তরা বিশ্বাস ওরফে মোনালিসা। আপাতত নজর কাড়ছেন 'নজর' নামের এক টেলি-সিরিয়ালে। তারই ফাঁকে এই সুন্দরী ঝড় তুললেন সোশ্যাল মিডিয়ায়। 'দুপুর ঠাকুরপো'-তে শাড়ি পরে হাজির হলেও এখানে তিনি পুরোপুরি পশ্চিমা পোশাকে।
''বিছানায় মোনালিসা, ভাইরাল বাঙালি অভিনেত্রীর ছবি'' শিরোনামে জি নিউজের খবর, সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে একটি ছবি শেয়ার করেন মোনালিসা। যেখানে তাঁকে পশ্চিমা পোশাকে দেখা যাচ্ছে। শুধু তাই নয়, ফটোশুটের সময় মোনালিসা যখন বিছানায় শুয়ে পোজ দেন এবং সেই ছবি প্রকাশ্যে আসে, তখন তা হু হু করে ভাইরাল হয়ে যায়।
ইনস্টাগ্রামে প্রকাশ করা মোনালিসার সেই ছবি।
বিডি-প্রতিদিন/০৫ জানুয়ারি, ২০১৯/মাহবুব