প্রকাশিত হয়েছে কণ্ঠশিল্পী রাহুল অভির সলো ট্র্যাক বিষন্নতার আকাশ। আশিষ বৈদ্যর কথা ও সুরে গানটির সংগীতায়োজন করেছেন আকাশ দে। গানের মডেল হয়েছেন নওশেদ ও জয়তি।
বর্ণ চক্রবর্তীর পরিচালনায় মিউজিক ভিডিওটি প্রকাশ করেছে প্রযোজনা প্রতিষ্ঠান লায়নিক মাল্টিমিডিয়া। নিজের গান প্রসঙ্গে রাহুল অভি বলেন, ‘এটিই আমার প্রথম সলো ট্র্যাক। আশা করছি দর্শক শ্রোতারা ভালো মতো গ্রহণ করবে। লায়নিকের প্রতি কৃতজ্ঞতা গানটি প্রকাশের জন্য।’
রাহুল অভি মূলত দেশের বাইরে থাকলেও বাংলা গানের প্রতি তার বেশি টান। সেখান থেকেই আরও কিছু গান তৈরি হচ্ছে বলে জানান শিল্পী।
ভিডিও লিংক-
বিডি-প্রতিদিন/ আব্দুল্লাহ তাফসীর