বাংলা গানের যুবরাজ আসিফ আকবর সঙ্গীত ভুবনে পা রাখেন ‘ও প্রিয়া তুমি কোথায়’ অ্যালবামের মধ্য দিয়ে। সঙ্গীত ক্যারিয়ারে ৩০টি একক, মিশ্র ও দ্বৈত অ্যালবামে তিনি প্রকাশ করেছেন অসংখ্য গান। তবে প্রথমবারের মতো ভারত থেকে তার কোনো গান প্রকাশ হতে যাচ্ছে।
নতুন গানের শিরোনাম ‘অভিনয়’। কলকাতার শ্রী প্রীতমের কথা ও সুরে গানটির সঙ্গীতায়োজন করেছেন বাংলাদেশের জেকে। ওপার বাংলায় গানটি প্রকাশ করছে গ্রিবস মিউজিক বাংলা।
গণমাধ্যমকে আসিফ আকবর জানান, ‘আমি বাংলাদেশের গায়েন। এই প্রথম বড় ভাই সমতুল্য দেশ ভারত থেকে আমার গান মুক্তি পেতে যাচ্ছে। আমি আনন্দিত। আশা করছি, ওপার বাংলার শ্রোতাদের কাছে গানটি ভালো লাগবে।’
এদিকে, গত বছর শুরুর দিকে ১০০টি নতুন গান প্রকাশের ঘোষণা দিয়েছিলেন আসিফ। কথা মতো সে বছর প্রকাশও হয় তার ১০০টি গান। এবার ২০১৯ সালে ১৩০টি গান প্রকাশের চ্যালেঞ্জ নিয়ে এগুচ্ছেন সঙ্গীতের এই যুবরাজ।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন