নতুন বছরে নতুন চ্যালেঞ্জ নিয়ে হাজির হতে যাচ্ছেন ৪৮ বছর বয়সী বলিউড অভিনেতা সাইফ আলী খান। অজয় দেবগন অভিনীত ‘তানাজি’ সিনেমায় ভিলেন হতে যাচ্ছেন তিনি। এটি কিংবদন্তি মারাঠা যোদ্ধা তানাজি মালসিউরের জীবনী নিয়ে নির্মিত হচ্ছে।
এতে অজয় নাম ভূমিকায় অভিনয় করছেন। সম্প্রতি সিনেমাটির ফার্স্টলুক পোস্টার প্রকাশ পেয়েছে। 'তানাজি'র ফার্স্টলুক পোস্টার সম্পর্ক সাইফ বলেন, সিনেমাটিতে আমি মূল ভিলেন হিসেবে অভিনয় করছি। পর্দায় আমাকে রাজপুতের যোদ্ধা উধায়বন সিং রাথোরের চরিত্রে দেখা যাবে।
অজয় দেবগন প্রযোজিত সিনেমাটি চলতি বছর ২২ নভেম্বর মুক্তি পাবে।
বিডি প্রতিদিন/হিমেল