বলিউডের সুপারস্টার সালমান খান। সম্প্রতি ভারতের জনপ্রিয় কমেডি অনুষ্ঠান 'দ্য কপিল শর্মা শো'তে সালমানের একটি গোপন তথ্য জানা গেল!
ব্যক্তিগত জীবনে সালমানকে নিয়ে অনেক কিছু শোনা গেলেও, কখন তাকে ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করতে দেখা যায় না। দীর্ঘ ক্যারিয়ারে অনস্ক্রিনে কোন নায়িকাকে চুমু দেননি তিনি। এ বিষয়ে সালমান খান জানিয়েছেন, মা সালমা খান তার সব সিনেমা দেখেন। তাই কোন সিনেমাতেই তিনি অভিনেত্রীর সঙ্গে ঘনিষ্ঠ হন না। পরিবারের সবাইকে নিয়ে সিনেমা দেখার সময় চুমুর দৃশ্য আসলে অস্বস্তিকর পরিবেশ তৈরি হয়। এ জন্যই ঘনিষ্ঠ দৃশ্যে আপত্তি তার।
বিডি প্রতিদিন/এ মজুমদার