জনপ্রিয় নির্মাতা সৈয়দ সালাহউদ্দীন জাকী গুরুতর অসুস্থ। তাকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালের আইসিইউ-তে রাখা হয়েছে। হৃদরোগ, নিম্ন রক্তচাপ, কিডনিজনিত সমস্যায় ভুগছেন তিনি। পরিচালক সমিতির মহাসচিব বদিউল আলম খোকন এ তথ্য জানিয়েছেন।
বেশ কিছুদিন ধরেই অসুস্থ সৈয়দ সালাহউদ্দীন জাকী। বদিউল আলম খোকন বলেন, অনেক দিন থেকেই হুইল চেয়ারে চলা ফেরা করেন তিনি। এখনো অক্সিজেন সাপোর্ট দিতে হচ্ছে তাকে। সবাই তার জন্য দোয়া করবেন তিনি যেন দ্রুত সুস্থ হয়ে ওঠেন।
সৈয়দ সালাহউদ্দীন জাকী চলচ্চিত্র নির্মাতা, কাহিনিকার, সংলাপ রচয়িতা, চিত্রনাট্যকার ও লেখক। ১৯৮০ সালে ‘ঘুড্ডি’ সিনেমাটি নির্মাণ করেন তিনি। এই সিনেমার জন্য শ্রেষ্ঠ সংলাপ রচয়িতা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছিলেন তিনি। সম্প্রতি ‘বোবামাটি’ নামে একটি সিনেমা নির্মাণের উদ্যোগ নিয়েছেন সৈয়দ সালাহউদ্দীন জাকী।
বিডি প্রতিদিন/ফারজানা