গোল্ডেন গ্লোব ২০১৯ এর আসরে সেসিল বি. ডিমিলে সম্মাননা পেয়েছেন মার্কিন অভিনেতা জেফ ব্রিজ। রবিবার তিনি সম্মাননা গ্রহণ করেন। বিশ্ব বিনোদনে অসাধারণ অবদান রাখায় এ পুরস্কার দেয় হলিউড ফরেইন প্রেস অ্যাসোসিয়েশন।
এর আগে সম্মানজনক পুরস্কারটি পেয়েছিলেন জর্জ ক্লুনি, মেরিল স্ট্রিপ, রবার্ট ডি নিরো, অড্রে হেপবার্ন, হ্যারিসন ফোর্ড, মার্কিন স্করসিস, স্টিভেন স্পিলবার্গের মতো তারকারা।
পুরস্কার প্রদান মঞ্চে জেফ ব্রিজকে পরিচয় করিয়ে দিতে তার করা বিভিন্ন সিনেমার কিছু দৃশ্য দেখানো হয়। পুরস্কার গ্রহণের সময় জেফ ব্রিজ বলেন, আমরা এখনো বেঁচে আছি। আমরা বর্তমান অবস্থার পরিবর্তন করতে পারি। জাহাজের মোড় ঘুরিয়ে দিয়ে আমরা আমাদের কাঙ্খিত গন্তব্যস্থলে যেতে পারি। আমরা আমাদের সবার জন্য ভালোবাসাময় ও স্বাস্থ্যকর পৃথিবী গড়ে তুলতে পারি।
তিনি আরও বলেন, জীবনের এমন গুরুত্বপূর্ণ মুহূর্তে স্ত্রী সিউ জিস্টন ও ভাই বিউ ব্রিজসহ পরিবার ও তার দলের অনেককেই ধন্যবাদ দেয়ার আছে তার।
সূত্র: রোলিং স্টোন
বিডি প্রতিদিন/ফারজানা