প্রেমিক রেহমান শাওলকে নিয়ে বেশ খোলামেলা সুস্মিতা সেন। তাই দিনের বেশিরভাগ সময়টাই একসঙ্গে কাটান রেহমান-সুস্মিতা। এমনকি, একসঙ্গে দু’জন মিলে এক্সারসাইজও করেন। সেই ভিডিও ও ছবি আগেই ইনস্টাগ্রামে পোস্ট করেছেন সুস্মিতা।
রেহমানের জন্মদিনে এক অন্তরঙ্গ ছবি পোস্ট করলেন সুস্মিতা। সেই সঙ্গে এবার মনের কথা বলেই ফেললেন তিনি। বয়ফ্রেন্ডের গলা জড়িয়ে, রেহমানকে সুস্মিতা বলে ফেললেন, ‘হ্যাপি বার্থডে রুহ! তোমার জীবন আনন্দে ভরে উঠুক। আর আমার জীবন কাটুক তোমার বন্ধনেই। তোমাকে খুব ভালোবাসি।’
বিডি-প্রতিদিন/ আব্দুল্লাহ তাফসীর