৭৬তম গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডে সেরা বিদেশি ভাষার ছবি নির্বাচিত হয়েছে আলফনসো কুয়ারন নির্মিত 'রোমা'। এবারের আসরে সেরা চলচ্চিত্র পরিচালকের খেতাবও জিতেছেন অস্কারজয়ী এ মেক্সিকান।
সেরা পরিচালকের পুরস্কার হাতে নিয়ে ছবির মূল দুই অভিনয়শিল্পী ইয়ালিতজা অ্যাপারিসিও ও মারিনা ডি তাভিরাকে ধন্যবাদ দিয়েছেন আলফনসো কুয়ারন। তিনি বলেন, পুরস্কার হাতে নিয়ে আমার মনে হচ্ছে আমি প্রতারণা করছি। কারণ যা করার এই দুই জনই পর্দায় করেছে। আমি শুধু তাদের দেখেছি।
'রোমা' ছবিটির গল্প আলফনসো কুয়ারনের নিজের জীবন থেকে নেয়া। ছবিতে ১৯৭০ এর সময়টা তুলে ধরা হয়েছে সেই সময় বয়সে তরুণ ছিলেন আলফনসো।
বিডি প্রতিদিন/ফারজানা