বলিউডের আলোচিত ছবি 'অ্যাক্সিডেন্টাল প্রাইম মিনিস্টার' ছবিটি নিষিদ্ধ করার প্রস্তাব সোমবার খারিজ করে দিয়েছে দিল্লি হাইকোর্ট।
নিষিদ্ধের আবেদনটি করেছিলেন দিল্লির ফ্যাশন ডিজাইনার পুজা মহাঞ্জন। বিচারক বিভু বাখরু বলেছেন, 'এ বিষয়ে আবেদনকারীর অভিযোগ ভিত্তিহীন।' এ আদেশের ফলে ছবি মুক্তির ক্ষেত্রে কোনো বাধা রইল না।
ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের মিডিয়া উপদেষ্টা সঞ্জয় রারুর লেখা বই অবলম্বনে ছবিটি নির্মাণ করা হয়েছে। ছবিটিতে মনমোহনের চরিত্রে অভিনয় করেছেন অনুপম খের ও তার মিডিয়া উপদেষ্টা বারুর চরিত্রে অভিনয় করেছেন অক্ষয় খান্না। ছবিটি মুক্তি পাচ্ছে আগামী শুক্রবার।
বিডি প্রতিদিন/ফারজানা