ভারতের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জীবনের উত্থান ও সফরের নানা দিক নিয়ে নির্মিত হচ্ছে বায়োপিক। এতে নরেন্দ্র মোদীর চরিত্রে অভিনয় করছেন বলিউড অভিনেতা বিবেক ওবেরয়। সোমবার (০৭ জানুয়ারি) ২৩ ভাষায় প্রকাশ পেয়েছে সিনেমাটির ফার্স্টলুক পোস্টার। পোস্টারে নরেন্দ্র মোদি রূপে হাজির হয়েছেন বিবেক ওবেরয়।
এদিন এক অনুষ্ঠানের মধ্য দিয়ে ভারতের মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফদনাবিস পোস্টার উন্মুক্ত করেন। এছাড়া বিবেক তার টুইটার অ্যাকাউন্টে ফার্স্টলুক শেয়ার করেন।
এদিকে বিবেক ওবেরয় সর্বশেষ ‘কৃষ থ্রি’ পর ‘গ্রেট গ্র্যান্ড মাস্তি’ সিনেমাতে অভিনয় করেন। এরপর তাকে আর বলিউডের সিনেমায় দেখা যায়নি। নরেন্দ্র মোদীর বায়োপিক দিয়ে তিনি ফের বলিউডে ফিরছেন।
বিডি প্রতিদিন/হিমেল