'ভারত' ছবির শুটিং সবেমাত্র শেষ করেছেন। পরিচালক আলি আব্বাস জাফরের এই সিনেমায় সালমান খানের সঙ্গে স্ক্রিন শেয়ার করেন তিনি। বুঝতেই পারছেন ক্যাটরিনা কাইফের কথাই বলা হচ্ছে। 'ভারত' ছবির শুটিং শেষ করে এবার ক্যাটরিনা দক্ষিণী সিনেমায় অভিনয় করবেন।
দক্ষিণী সুপারস্টার মহেশ বাবুর বিপরীতে দেখা যাবে এই অভিনেত্রীকে। দক্ষিণী সিনেমা 'মহর্ষি'-তে মহেশ বাবুর সঙ্গে স্ক্রিন শেয়ার করতে দেখা যাবে ক্যাটরিনা কাইফকে। 'মহর্ষি' নিয়ে মহেশ বাবু কিংবা ক্যাটরিনা কাইফ কেউ কোনও মন্তব্য না করলেও দর্শকরা কিন্তু বেশ উচ্ছ্বসিত।
প্রসঙ্গত ভেঙ্কটেশ দাগগুবতির সিনেমা 'মালিশ্বরি' দিয়ে তেলুগু সিনেমায় ডেবিউ করেন ক্যাটরিনা কাইফ। এরপরও কয়েকটি দক্ষিণী সিনেমায় দেখা গিয়েছে তাকে। কিন্তু জল্পনা সত্যি হলে দক্ষিণী সুপারস্টার মহেশ বাবুর বিপরীতে এই প্রথম অভিনয় করতে দেখা যাবে ক্যাটকে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ তাফসীর