জনপ্রিয় ধারাবাহিক ‘উচ্চরণ’-এর ইচ্ছা সকলের পরিচিত। ইচ্ছা অর্থাৎ বাঙালি অভিনেত্রী টিনা দত্ত মুম্বাই ইন্ডাস্ট্রিতেও নিজের পাকা জায়গা করে নিয়েছেন। তবে মুম্বাই ইন্ডাস্ট্রিতে জায়গা করে নেওয়াটা সহজ ছিল না কলকাতার বেহালার এই মেয়েটির।
বর্তমানে মুম্বাইয়ের বাসিন্দা তিনি। মায়ের সঙ্গেই থাকেন। টলিউড থেকে বলিউডের জার্নিতে একের পর এক বিতর্কে জড়িয়েছেন টিনা। অভিনেতা অঙ্কিত খন্নার সঙ্গে শুট করেছিলেন টিনা, সেই সময় টিনার বোল্ড পোজ নিয়ে বিতর্ক হয়েছিল। সম্প্রতি অন্য একটি কারণে সংবাদের শিরোনামে এসেছেন তিনি।
দীর্ঘ কয়েক বছর যার সঙ্গে সম্পর্কে ছিলেন টিনা, তিনি সিনে ইন্ডাস্ট্রির মানুষ নন। এক বন্ধুর মাধ্যমে তার সঙ্গে আলাপ হয়েছিল অভিনেত্রীর। তিনি নাকি মানসিক এবং শারীরিক ভাবে টিনাকে অত্যাচার করতেন।
টিনার বয়ফ্রেন্ড বলি জগতের কেউ নন এটা টিনা বারবার বলেছেন, তবে কখনওই নিজের বয়ফ্রেন্ডের নাম প্রকাশ্যে আনতে চাননি অভিনেত্রী।
বিডি প্রতিদিন/১২ জানুয়ারি ২০১৯/আরাফাত