হলিউডের গায়ক-অভিনেতা নিক জোনাসের সঙ্গে গত বছরের শেষেই বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া। আর তার পর থেকে অনেকটাই ছুটির মুডে রয়েছেন তারা।
বালিয়ারি দ্বীপে অস্থায়ী দোলনা। আর সেখানে প্রিয়াঙ্কা চোপড়া। হনিমুনে ক্যারিবিয়ান দ্বীপে গিয়ে এ ভাবেই ক্যামেরাবন্দী হলেন নায়িকা। এমন ব্যক্তিগত মুহূর্ত ক্যামেরাবন্দী করলেন প্রিয়াঙ্কার স্বামী নিক জোনাস।
এর আগে সুইজারল্যান্ডের বরফ ঘেরা পাহাড়ে নিজেদের ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছিলেন প্রিয়াঙ্কা। পরিবারের সঙ্গেও বেড়াতে গিয়েছিলেন তারা। এ বার গন্তব্য সমুদ্র। সেখানে বিকিনি পরে দোলনায় প্রিয়াঙ্কা। এমনই একটি ভিডিও তুলেছেন নিক।
বিডি প্রতিদিন/এ মজুমদার