বলিউডের জনপ্রিয় 'থ্রি ইডিয়টস', 'পিকে', 'সঞ্জু'র মতো ছবির পরিচালক রাজকুমার হিরানি। এবার তার বিরুদ্ধেই উঠেছে যৌন হেনস্থার অভিযোগ।
গত বছর তার 'সঞ্জু' ছবিটি মুক্তি পায়। এ ছবির নিজ সহকারীকে হিরানি হেনস্থা করেছেন বলে খবর প্রকাশ করেছেন ভারতীয় সংবাদমাধ্যম। তবে এমন অভিযোগকে 'বিদ্বেষপূর্ণ' ও 'মিথ্যা' বলে অভিহিত করেছেন হিরানি।
যাবতীয় অভিযোগ অস্বীকার করে এক বিবৃতিতে রাজকুমার বলেন, “আমি শকড। দু’মাস আগে এ বিষয়ে যখন জানতে পারি, তখনই অনেকে আইনি সাহায্য নেওয়ার পরামর্শ দিয়েছিলেন। কিন্তু অভিযোগ সরাসরি মিডিয়ায় নিয়ে যাওয়া হল। আমি এটুকু বলতে পারি গোটা ঘটনাটি মিথ্যে। আমার খ্যাতি নষ্ট করার জন্য কেউ ইচ্ছে করে এ সব রটাচ্ছে।’’
কিন্তু এই অভিযোগে ক্লিনচিট না পাওয়া পর্যন্ত রাজকুমারের ‘মুন্নাভাই ৩’র কাজ স্থগিত রয়েছে। এমনকি মুক্তির অপেক্ষায় থাকা ‘এক লড়কি কো দেখা তো অ্যায়সা লাগা’র থেকেও রাজকুমারের নাম বাদ দেওয়া হয়েছে।
সূত্রের খবর, যে সব প্রযোজকের সঙ্গে রাজকুমার কাজ করছিলেন, তাঁরা নিজেদের মতো করে তদন্ত করছেন। যদি তাতে রাজকুমারের কোন গলদ খুঁজে পান, তাহলে রাজকুমারের ক্যারিয়ার নিয়ে সংশয় থাকবে বলেই মনে করছেন বলি মহলের একটা বড় অংশ।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ