অনেকদিন ধরে সরব নেই ঢালিউডের 'বিজলী' খ্যাত অভিনেত্রী ববি। তাই খোঁজ নিতে মুঠোফোনে যোগাযোগ করা হল এ নায়িকার সঙ্গে। সাম্প্রতিক ব্যস্ততা, ছবির কাজ ও অন্যান্য বিষয়ে প্রকাশ করলেন নিজের অভিব্যক্তি। পাঠকদের জন্য সেই কথোপকথন হুবুহু তুলে ধরেছেন- শামছুল হক রাসেল
কেমন আছেন?
ববি: হুম... বেশ ভালো। আজ (মঙ্গলবার) বিকেলের ফ্লাইটে কলকাতা যাচ্ছি।
কলকাতা কেন?
ববি: জয়দীপ মুখার্জি পরিচালিত 'রক্তমুখী নীলা'র দ্বিতীয় লটের শ্যুটিংয়ে অংশ নেব। এরপর তৃতীয় লটে ছবির পুরো কাজ শেষ হবে।
তাহলে কী ছবিটির কাজ পুরোপুরি শেষ করেই ফিরবেন?
ববি: না। দ্বিতীয় লটের কাজ করে ফিরব। তারপর গানের শ্যুটিংয়ের জন্য আবার যাব।
কোথায় শ্যুটিং হবে?
ববি: এবার কলকাতাতেই শ্যুটিং।
আর 'নোলক'র খবর কী?
ববি: ছবিটির কাজ প্রায় শেষ। এ বছর ছবিটি মুক্তি পাবে তা পুরোপুরি নিশ্চিতভাবে বলতে পারি। তবে তারিখ নির্দিষ্ট করে বলতে পারছি না।
এখনও এই ছবির কোনো কাজ কী বাকি আছে?
ববি: ডাবিং শেষ। শুধু একটা গানের দৃশ্যায়ন বাকি আছে। ব্যাকগ্রাউন্ডের কাজ চলছে। ভিএসএফের কাজ চলছে।
'বৃদ্ধাশ্রম' ছবিটা?
ববি: 'বৃদ্ধাশ্রম' ছবির সব কাজ শেষ। ডাবিংও হয়ে গেছে।
নতুন কোনো ছবির খবর আছে?
ববি: হ্যাঁ, নতুন ছবির ব্যাপারে কথা চলছে।
'অগ্নি-৩' ছবিতেও আপনার নাম শোনা যাচ্ছে? এ বিষয়ে কোনো আলোচনা হয়েছে?
ববি: হা. হা.. হা... কথা তো অনেকই হয়। ছবিতে কেউ আমার কথা বলছে, কেউ মাহির কথা বলছে। কেউ আবার পরীর কথা। এটাই বিষয়। সময় হলেই সবাই জানতে পারবে।
বিডি প্রতিদিন/ফারজানা