ভারতের নীলরতন সরকার হাসপাতালের কুকুর নিধনের ঘটনায় ফুঁসে উঠেছে সোশ্যাল মিডিয়া। আটক করা হয়েছে দু’জনকে। মামলা গড়িয়েছে আদালতে।
পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় চলছে তীব্র প্রতিবাদ। সেই প্রতিবাদে সামিল হয়েছেন সেলিব্রিটিরাও। প্রতিবাদ করেছেন এই মুহূর্তে টালিগঞ্জের অন্যতম নায়িকা মিমি চক্রবর্তী। তার পোস্ট ঘিরে শুরু হয়েছে বিতর্ক।
মিমি তার টুইটার আকাউন্টে নৃশংস ঘটনাটি সম্পর্কে তার প্রতিবাদ জানিয়েছেন। তিনি অভিযুক্তদের উদ্দেশে লেখেন— ‘আমি চাই তোমাদেরকেও পিটিয়ে মেরে ফেলা হোক, যেভাবে তোমরা ওদের মেরেছিলে।’
এরপর মিমি লেখেন— ‘হ্যাঁ, আমি জানি একজন পাবলিক ফিগার হিসেবে আমার এমন বলা উচিত নয়। কিন্তু সত্যিই আমি পরোয়া করি না।
তিনি আরও লেখেন, তার শহরে আর কোনও আনন্দ অবশিষ্ট নেই।
পুরো পোস্টটি জুড়ে তার তীব্র হতাশা ধরা পড়েছে।
স্বাভাবিকভাবেই তার এমন পোস্ট ঘিরে বিতর্ক বাড়ছে। অনেকেই প্রতিবাদ করেছেন মিমির এমন পোস্টে।
প্রসঙ্গত, মিমিকে সকলেই পশুপ্রেমী হিসেবে চেনে। চিকু নামে তার একটি পোষ্যও রয়েছে।
বিডি প্রতিদিন/কালাম