হলিউডের তারকা অভিনেতা জর্জ ক্লুনির নাম ব্যবহার করে প্রতারণায় করায় এক ইতালীয় দম্পতিকে গ্রেফতার করা হয়েছে। ফ্রান্সেসকো গ্যালডেল্লি (৫৮) ও ভাঞ্জা গোফি (৪৫) নামের ওই দম্পতি জর্জ ক্লুনি নাম ব্যবহার করে কাপড়ের ব্যবসা করতেন। ফ্রান্সেসকো গ্যালডেল্লি নিজেকে জর্জ ক্লুনি পরিচয় দিতেন। রবিবার তাদের থাইল্যান্ডে থেকে গ্রেফতার করা হয়েছে।
জর্জ ক্লুনি তাদের বিরুদ্ধে মামলা করেছিলেন এবং ২০১০ সালে ইতালিতে তাদের বিরুদ্ধে সাক্ষীও দিয়েছিলেন। ২০১৩ সালে অভিযুক্তদের বিরুদ্ধে রেড নোটিশ জারি করেছিল ইন্টারপোল। ইতালি থেকে পালিয়ে ২০১৪ সাল থেকে তারা থাইল্যান্ডে বসবাস করছিল বলে জানিয়েছে পুলিশ।
এছাড়াও তাদের বিরুদ্ধে আরও অভিযোগ রয়েছে। রোলেক্স ঘড়ি বিক্রির কথা বলে তারা ক্রেতাকে লবণের প্যাকেট পাঠাতেন।
সূত্র: বিবিসি
বিডি প্রতিদিন/ফারজানা