ময়ূরাক্ষী-বিনিসুতোয়-রবিবারের ট্রিলজি। প্রতিটি ছবিতে দু’জন মানুষের মধ্যে একটি গল্প তৈরি করেছেন পরিচালক অতনু ঘোষ। 'ময়ূরাক্ষী ছবিতে ছিল বাবা-ছেলের গল্প। 'বিনিসুতোয়' ছবিতে সম্পূর্ণ দু’জন অচেনা মানুষের সম্পর্ক এবং 'রবিবার'-এ থাকছে দু’জন চেনা মানুষের ফিরে আসার গল্প।
পরিচালক জানিয়েছেন, 'রবিবার' ছবিতে ১৫ বছর পর সায়নী-অসীমাভর দেখা হলেও, তারা কিন্তু একে অপরের কাছে ফিরছে না।
'রবিবার' ছবিতে সায়নী চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান আর প্রসেনজিৎ করেছেন অসীমাভের চরিত্রটি। রবিবার মুক্তি পাবে ২৭-এ ডিসেম্বর।
সায়নী ও অসীমাভের পুরনো সম্পর্কের পরতে পরতে যে মেজাজ জড়িয়ে ছিল, তাই উঠে আসবে। মুক্তি পাবে বিষণ্ণতা। কেউ কারও কাছে ফিরবে না ঠিকই কিন্তু ঝুলিতে ভরা থাকবে নতুন এক অনুভূতি। নিজেকে মেনে নেওয়ার গল্প, নিজেকে অনেকটা বেশি চেনার গল্প।
বিডি প্রতিদিন/ফারজানা