যুক্তরাষ্ট্রের ওহিও রাজ্যের এক হাসপাতালে গত শুক্রবার একজোড়া যমজ বোনের জন্ম হয়েছে। মজার ব্যাপার হলো, জন্মের সময় তারা একে অপরের হাত ধরে রেখেছিল। চিকিৎসাবিজ্ঞানে এভাবে জন্ম নেওয়াকে 'মনোএমনিয়োটিক বার্থ' বলা হয়। পরস্পরের হাত ধরাবস্থায় জন্ম নেওয়ার ঘটনা বিরল। প্রতি ১০ হাজার গর্ভাবস্থার মাত্র একটিতে এমন ঘটে বলে জানা যায়।
যমজ এ দুই বোনের নাম জিলিয়ান ও জেনা। তাদের মায়ের নাম সারাহ। মা সারাহ একটি পত্রিকাকে জানান, দুই মেয়ের পরস্পরের হাত ধরে জন্মের ঘটনা আমি বিশ্বাস করতে পারছি না। এটা অবিশ্বাস্য। জন্মের পর থেকে জিলিয়ান ও জেনা নিজেদের ফুসফুসের সাহায্যে শ্বাসপ্রশ্বাস নিচ্ছে বলেও তিনি জানান।
উল্লেখ্য, 'মনোএমনিয়োটিক বার্থ'র ক্ষেত্রে দুটি বাচ্চা একই প্লাসেন্টা [মায়ের ইউটেরাইন ওয়ালের সঙ্গে ভ্রুণকে যুক্তকারী একটি অঙ্গ যা দিয়ে মায়ের রক্ত প্রবাহের মাধ্যমে গ্যাস বিনিময়, ময়লা অপসারণ ও পুষ্টি গ্রহণ করে ভ্রুণ] এবং এমনিয়োটিক স্যাক [মায়ের গর্ভে যে থলিটিতে ভ্রুণ আস্তে আস্তে বড় হয়। এটিকে ব্যাগ অব ওয়াটার্সও বলা হয়।] পরস্পরের মধ্যে ভাগাভাগি করে।