আশি বছর আগে দুই পদার্থবিদ গ্রেগরি ব্রেইট এবং জন হুইলার বিশ্বের প্রথম আণবিক বোমা তৈরিতে ভূমিকা রাখেন। তাদের কাছ থেকে পাওয়া ধারণা থেকে এতো বছর পর বিজ্ঞানীরা আলো দিয়ে পদার্থ (Matter) তৈরির উপায় খুঁজে পেয়েছেন। আলো থেকে বস্তু তৈরি করতে বিজ্ঞানীরা উচ্চা ক্ষমতাসম্পন্ন লেজারকে ব্যবহার করেছেন।
১৯৩৪ সালের মার্কিন পদার্থবিদ গ্রেগরি ব্রেইট এবং জন হুইলার এক গবেষণার মাধ্যমে তত্ত্ব হাজির করেন আলোক কণা (ফোটন) আছে এবং তা ইলেকট্রন ও পজিট্রনের সমন্বয়ে গঠিত। কিন্তু তখন তারা তাদের এ তত্ত্বকে বাস্তবে প্রমাণ করতে ব্যর্থ হন।
গত সোমবার ইম্পেরিয়াল কলেজের পদার্থ বিজ্ঞানের অধ্যাপক স্টিভ রোজ জানিয়েছেন, এই তত্ত্ব পদার্থবিদরা গ্রহণ করার পরেও ব্রেইট ও হুইলার মনে করেছিলেন, গবেষণাগারে এই তত্ত্ব প্রমাণ করা সম্ভব নয়। কিন্তু আমরা আলো থেকে সরাসরি পদার্থ তৈরি করতে সক্ষম হয়েছি।
স্টিভ রোজ ও অন্যান্য গবেষকরা যে যন্ত্র দিয়ে আলো থেকে সরাসরি বস্তু তৈরি করেন, তাকে বলা হচ্ছে- ফোটন-ফোটন কোলাইডার। তবে তাদের তৈরি পদার্থ খালি চোখে দেখা যাবে না।
গবেষক দলের প্রধান অলিভার পাইক বলেন, গবেষণাটি খুবই তাৎপর্যপূর্ণ। কারণ এটি আইনস্টাইনের বিখ্যাত ফর্মুলাকেই প্রদর্শন করবে। তিনি বলেন, আলো থেকে পদার্থ তৈরির ব্রেইট-হুইলারের পদ্ধতি খুবই সহজ একটি উপায় এবং এটি আইনস্টাইনের E=mc2 তত্ত্বের দুর্বলতম প্রদর্শনী।
বিজ্ঞানীরা আশা করছেন, আলো থেকে পদার্থ তৈরির প্রক্রিয়াটি সম্পন্ন হতে প্রায় ১ বছর সময় লাগবে। এ গবেষণায় সফল হতে পারলে উপ-আণবিক কণার আচরণ সম্পর্কে বিজ্ঞানীরা ধারণা লাভ করবেন।