ভবিষ্যত্ প্রজন্ম যারা চাঁদে বসবাস ও কাজ করবেন তারা হয়ত ভাবতে পারেন যে, পৃথিবীতে সংঘটিত কোনো গুরুত্বপূর্ণ ঘটনা তারা মিস করতে পারেন। কারণ তারা তো সেখানে ইন্টারনেট সংযোগ থেকে বঞ্চিত হবেন। তবে যারা এমন আশঙ্কা করছেন তাদের জন্য সুখবর হলো, ব্রডব্যান্ড কানেকশনের মাধ্যমে চাঁদ বা মহাকাশে থেকেও তারা পৃথিবীর সঙ্গে যোগাযোগ বজায় রাখতে পারবেন। এমনই একটি যোগাযোগ প্রযুক্তি আবিষ্কারের কথা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজি [এমআইটি। খবর পিটিআই'র
এমআইটির একদল গবেষক এ নিয়ে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার সঙ্গে সম্মিলিতভাবে কাজ করছেন। গবেষকরা প্রথমবারের মতো জানিয়েছেন যে, তারা লেজারভিত্তিক এমন একটি তথ্য-উপাত্ত যোগাযোগবিষয়ক প্রযুক্তি আবিষ্কার করেছেন যা দিয়ে ভবিষ্যতে চাঁদসহ মহাকাশে বসবাসকারী মানুষের কাছে ইন্টারনেট সংযোগ দেওয়া যাবে। এ প্রযুক্তির মাধ্যমে সেখানে প্রচুর পরিমাণে তথ্য পাঠানো সম্ভব হবে। শুধু তাই নয়, এমনকি এর মাধ্যমে হাই ডেফিনিশন ভিডিও পাঠানো যাবে বলে গবেষকদের দাবি।
আগামী মাসে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় লেজার অ্যান্ড ইলেক্টো-অপটিকবিষয়ক এক সম্মেলন [সিএলইও] অনুষ্ঠিত হবে। সেখানে এমআইটির লিংকন গবেষণাগারের গবেষকদলটি লেজারভিত্তিক এ প্রযুক্তির বিষয়ে আরো নতুন কিছু বিস্তারিত জানাবেন। সম্মেলনে তারা প্রযুক্তিটি দিয়ে পৃথিবী ও চাঁদের মধ্যে পরিচালিত পৃথিবীর কক্ষপথে এর পারফরম্যান্স নিয়ে সামগ্রিক পর্যালোচনাও করবেন।
পূর্ববর্তী প্রতিবেদনগুলোতে বলা হয়েছিল যে, গবেষকরা প্রযুক্তিটি দিয়ে তাদের লক্ষ্য পূরণ করতে সক্ষম হয়েছেন। তবে তারা কিভাবে তা বাস্তবায়ন করেছেন এ বিষয়ে বিস্তারিত তখন জানানো হয়নি। তবে ক্যালিফোর্নিয়া সম্মেলনে এর বাস্তবায়নের বিষয়গুলো নিয়ে পর্যালোচনা এবং ব্যবহারিকভাবে এটি কতটা ভালোভাবে কাজ করেছে তা নিয়ে প্রথমবারের মতে জানানো হবে বলে লিংকন গবেষণাগারের একজন গবেষক মার্ক স্টিভেনস জানিয়েছেন।