বাংলাদেশে ঊনচল্লিশ প্রজাতির উভচর প্রাণীর মধ্যে ব্যাঙ রয়েছে প্রায় সাতচল্লিশ প্রজাতির। সম্প্রতি 'মাইক্রোহিলা মোখলেসুরি' এবং 'মাইক্রোহিলা মাইমেনসিংহেসিস' নামের নতুন দুই প্রজাতির ব্যাঙের সন্ধান পাওয়া গেছে।
প্রথমটির নামকরণ করা হয়েছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) মৎস্য বিজ্ঞান অনুষদের প্রয়াত অধ্যাপক ড. মো. মোখলেসুর রহমানের নামের প্রতি সম্মান জানিয়ে। তিনিই বাকৃবি এবং হিরোশিমা বিশ্ববিদ্যালয়ের মধ্যে একটি 'যৌথ গবেষণা' চুক্তি স্বাক্ষর করেছিলেন। যার ফলে বাংলাদেশের অবহেলিত আম্ফিবিয়া ধীরে ধীরে বিশ্ব হারপেটোলজিস্টদের দৃষ্টি কাড়তে সক্ষম হয়েছে। বাকৃবি ক্যম্পাসে ব্যাঙটিকে সর্বপ্রথম পাওয়া গেছে বলে দ্বিতীয়টির নামকরণ হয়েছে ময়মনসিংহের নামানুসারে।
এই নতুন দুই প্রজাতি আবিষ্কারক জাপান প্রবাসী বাংলাদেশি বিজ্ঞানী মো. মাহমুদুল হাছান। তিনি জানান, ব্যাঙের ডাক ও ডিএনএ বৈশিষ্ট্য বিশ্লেষণের মাধ্যমে এই প্রজাতি দু'টির শনাক্তকরণ হয়েছে। বাংলাদেশ সরকারের অনুমতি নিয়ে ব্যাঙগুলোর পায়ের নখের নমুনা জাপানের হিরোশিমা বিশ্ববিদ্যালয়ের গবেষণাগারে বিশ্লেষণ করে এদের জাত নির্ধারণ করা হয়েছে। অনেক ব্যাঙ আছে, যেগুলো দেখতে একই রকমের হলেও তারা ভিন্ন প্রজাতির। একমাত্র ডিএনএ ও ডাক বিশ্লেষণ করেই এই প্রজাতিগুলোর বৈশিষ্ট্য বোঝা যায়।