বিক্রি হতে চলেছে ব্রিটেনের কলচেস্টার শহরের গর্ব 'জাম্বো'। মিনারের বর্তমান মালিক জর্জ ব্রেইথওয়েট ভিক্টোরীয় যুগের পানিরস্তম্ভকে বিক্রয়যোগ্য বাসস্থানে রূপান্তরিত করার অনুমতি না পেয়ে অবশেষে তা বেচে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
এসেক্স কাউন্টির ছোট শহর কলচেস্টার। ১৮৮৩ সালে শহরের পানীয় পানি জোগাতে একটি জলাধারবাহী মিনার নির্মাণের সিদ্ধান্ত নেন তত্কালীন নগর পুর কর্তৃপক্ষ। ১৩১ ফিট উচ্চতার টাওয়ারটি তৈরি হয় মোট ৪০০ টন সিমেন্ট ও ১,২০০,০০০টি ইট দিয়ে। এতে মোট ২২১,০০০ গ্যালন পানি সঞ্চয় করা যায়।
মিনারের মাঝ বরাবর উঠে গিয়েছে লোহার ফাঁপা ফোলের ভিতর লোহার তৈরি পেঁচালো সিঁড়ি। ১৫৭টি ধাপযুক্ত সিঁড়ি উঠে গিয়েছে এক নজরবেদীতে।
ইতিহাস বলছে, স্তম্ভটি নির্মাণের সময় নানা রাজনৈতিক এবং প্রযুক্তিগত সমস্যা সৃষ্টি হয়। তবে তা সত্ত্বেও শহরের অন্যতম দ্রষ্টব্য তথা উচ্চতম স্থাপত্য নিয়ে কলচেস্টারবাসীর গর্বের অন্ত ছিল না।