ইন্ডিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজি আইআইটি'র কানপুর ক্যাম্পাস আরেকটি সুপার কম্পিউটার তৈরি করেছে। ভারতের প্রযুক্তিবিষয়ক উচ্চশিক্ষার সেরা এ প্রতিষ্ঠানটি গতকাল একথা জানায়। পারফরম্যান্সের দিক দিয়ে ভারতে এটির অবস্থান পঞ্চম স্থানে। আর বিশ্বের শীর্ষ পাঁচশ কম্পিউটারের তালিকায় এটির অবস্থান ১৩০তম। শিক্ষাপ্রতিষ্ঠানের কাজের জন্য আইআইটির নতুন এই কম্পিউটারকে সবচেয়ে সেরা বলে বিবেচনা করা হচ্ছে। খবর টাইমস অব ইন্ডিয়ার
প্রতিষ্ঠানটির কম্পিউটার সেন্টারের প্রধান আশীষ দত্ত বলেন, নতুন এ সুপারকম্পিউটারটি শিক্ষার নিয়মিত কাজে, গবেষণায় ও প্রশিক্ষণের উদ্দেশ্যে ব্যবহার করা হবে।
দত্ত আরো বলেন, বিজ্ঞান ও ইঞ্জিনিয়ারিংয়ের বিভিন্ন ক্ষেত্রে সুপারকম্পিউটার ব্যবহার করা হয়। গবেষণার সাধারণ ক্ষেত্রগুলোকে যে ধরনের কম্পিউটার ব্যবহার করা হয় এদেরকে বলা হয় হাই-পারফরম্যান্স কম্পিউটিং [এইচপিসি]। পারমাণবিক বিস্ফোরণ থেকে শুরু করে নক্ষত্রের বিবর্তন, বংশগতি ও এ সম্পর্কিত রোগ, বিমানের ফ্লাইটসহ চমকপ্রদ অনেক কিছুই তৈরি করা যায় এইচপিসি দিয়ে।
আইআইটির নতুন এই সুপারকম্পিউটারটিতে উক্ত সুবিধাগুলোর সমন্বয় ঘটাতে প্রায় ৪৮ কোটি রুপি খরচ হয়েছে বলে দত্ত জানিয়েছেন।