একদল জীববিজ্ঞানী গাছের যৌন প্রক্রিয়া ঘিরে যে রহস্য, তা ভেদ করার দাবি করেছেন। গাছের যৌন প্রক্রিয়া নিয়ে সাধারণ মানুষ তো বটেই, বিজ্ঞানীদের মনেও নানা প্রশ্ন উঁকি দেয়। তাই বিজ্ঞানীরা প্রতিনিয়ত এর উপর গবেষনা চালিয়েছে।
লেইসেস্টার বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক আবিষ্কার করেছেন, সপুষ্পক উদ্ভিদ থেকে উৎপন্ন এক জোড়া প্রোটিনই গাছের প্রতিটি পরাগ কেশরে শুক্রাণু উৎপাদন করে বলে।
অবশ্য বিজ্ঞানীরা আগে থেকেই জানতেন যে, সপুষ্পক উদ্ভিদগুলোর পরাগায়নের জন্য একটি নয়, দুইটি শুক্রাণু কোষ প্রয়োজন। একটি কোষ ভ্রুণ তৈরির জন্য ডিম্বকোষের সঙ্গে যুক্ত থাকে। অন্যকোষটি বীজের মধ্যে পুষ্টি সমৃদ্ধ এনডোস্পার্ম তৈরি করে।
এই ‘দ্বি-পরাগায়ন’ প্রক্রিয়ার মধ্যেই লুকিয়ে আছে একটি পরাগ কেশরে দুইটি শুক্রাণু কোষ উৎপন্নের রহস্য।
গবেষণায় দেখা গেছে, ডিএজেড ওয়ান ও ডিএজেড টু নামে দুইটি জিন দুইটি শুক্রাণু কোষ তৈরির জন্য আবশ্যক। ডিএজেড ওয়ান ও ডিএজেড টু ‘টপলেস’ নামে একটি প্রোটিনের সাহায্যে বীজ উৎপন্ন করে। এই ডিএজেড ওয়ান ও ডিএজেড টু জিনই বীজ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সাহায্য করে বলে গবেষকরা জানিয়েছেন।
লেইসেস্টার বিশ্ববিদ্যালয়ের টুয়েল ল্যাবেটরির এই নতুন গবেষণাটি দ্য প্ল্যান্ট সেল সাময়িকীতে প্রকাশিত হয়েছে।