প্রাচীন শহরের ধ্বংসস্তুপ খুড়তেই একের পর এক বেরিয়ে এলো ধড় থেকে আলাদা করা কঙ্কালবিহীন মাথার খুলি। একটি দু'টি নয় একসঙ্গে ৮০টি! এর আগে এতোগুলো মাথার খুলি একসাথে কোন ধ্বংসাবশেষে দেখা যায়নি। ফলে এই আবিষ্কারটি ভাবিয়ে তুলেছে গবেষকদের। ২০১২ সালে চীনের একদল প্রত্নতত্ত্ববিদ দেশটির একটি প্রাচীন শহরের ধ্বংসাবশেষ থেকে খুলিগুলো আবিস্কার করেন।
চীনের গবেষক দল বলেন, এই মাথার খুলিগুলোর মানুষগুলোকে দেবতার তুষ্টির জন্য বলি দেওয়া হয়েছিল। তারা আরও বলছেন, এই মানুষগুলো ছিলেন অল্প বয়সী মহিলা। চীনের উত্তর পশ্চিমের শাংঝি প্রদেশের শিয়ামো শহরের ধ্বংসস্তুপের মধ্যে মোট দুইভাগে এই সব খুলির সন্ধান পাওয়া যায়। দেবতার তুষ্টির জন্য আজ থেকে চার হাজার বছর আগে এই সকল মানুষদের বলি দেওয়া হয়। এছাড়া এই সময় বিভিন্ন শুভকাজের আগে শত্রুপক্ষের মানুষদের বলি দেওয়ার একটি প্রথা প্রচলিত ছিল। আর এই ক্ষেত্রে বলি দেওয়ার জন্য বেঁছে নেওয়া হতো কম বয়সী মহিলাদের। প্রত্নতাত্ত্বিকরা আরো বলছেন, শিয়ামো শহরের নির্মাণ কাজ শুরু হলে এই বলি দেওয়ার প্রয়োজন হয়। তখনই ধরে ধরে বলি দেওয়া হয় নারীদের।
এই আবিষ্কারের প্রাথমিক পর্যায়ে ধারণা করা হয় এখানে একটি ছোট শহর ছিল। কিন্তু ২০১২ সালের এই আবিষ্কারের পর দেখা যায় যে, নিওলিথিক যুগের যে কয়েকটি শহর এই পর্যন্ত টিকে আছে তাদের মধ্যে শিয়ামো সবচেয়ে বড় শহর। আজ থেকে প্রায় ৪৩০০ বছর আগে এই শহরটি নির্মাণ করা হয়। তথ্যসূত্রঃ ডেইলিমেইল