প্রাপ্ত বয়স্ক ব্যক্তিরা কোনো কিছু বলার সময় পুরোপুরি সত্য বলছে নাকি কিছু বাদ দিয়ে বলছে তা ধরতে সক্ষম শিশুরা। শুধু তাই নয়, কোনো বিষয়ে কারো দেওয়া তথ্য অসম্পূর্ণ হলে তা শিশুরা নিজস্ব উপায়ে পূর্ণ করতে পারে। যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকেনোলজি এমআইটি'র এক গবেষণায় এমন তথ্য পাওয়া গেছে। সূত্র পিটিআই'র
২০১১ সালে করা এক গবেষণার উপর ভিত্তি করে এমআইটি'র গবেষকরা নতুন আরেকটি গবেষণা চালান। গবেষণায় প্রাপ্ত তথ্য সম্প্রতি 'কগনিশন' নামে একটি জার্নালে প্রকাশিত হয়েছে।
গবেষণাটির প্রধান গবেষণক এমআইটির হিয়োউন গায়োন বলেন, 'কাকে বিশ্বাস করবো তা নির্ধারণ করতে শেখাটা শৈশবের একটি গুরুত্বপূর্ণ দক্ষতা। কারণ বিশ্ব সম্পর্কে অনেক বেশি জ্ঞান বা তথ্য আমরা অন্যের কাছ থেকে পাই।'
গবেষকরা দেখতে পান যে, প্রাপ্তবয়স্করা কোনো বিষয়ে কিছু বলার সময় কিছু বাদ দিচ্ছে কিনা তা গবেষণাটিতে অংশ নেওয়া বাচ্চারা বলতে পেরেছে। শুধু তাই নয় তারা আরো দেখতে পান যে, শিশুরা শুধু পূর্ণ ও অপূর্ণ তথ্যের মধ্যে পার্থক্যই ধরতে পারেনি, সেই সঙ্গে তারা তাদের নিজেদের মতো করে তথ্য দিয়ে অপূর্ণ তথ্যের পূর্ণতাও দিতে সক্ষম।