সমুদ্রসৈকতটিকে বলা যেতে পারে লাল সমুদ্র। এর যেদিকেই তাকানো যায় কেবল লাল আর লাল। চীনের পানজিন রেড বিচে বালি দেখা যায় না। পুরো কৈসতজুড়ে এক ধরনের সমুদ্র শৈবাল চোখে পড়ে। এই সমুদ্র শৈবালকে বলা হয় সুয়েডা। এটা জন্মে মূলত এপ্রিল-মে মাসের দিকে। তবে গ্রীষ্ম পর্যন্ত থাকে সবুজ।
শরৎকাল এলেই বদলে যায় সৈকতের চেহারা। এটি রূপান্তরিত হয় কমলা রঙে। তারপর আস্তে আস্তে গোলাপি এবং লাল।
চীনের পানজিন রেড বিচ ভ্রমণের উপযুক্ত সময় সেপ্টেম্বরের মাঝামাঝি থেকে অক্টোবরের মাঝামাঝি পর্যন্ত। বিচের ছোট একটি অংশ দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করে দেওয়া হয় এসময়।