বোম্বে ন্যাচরাল হিসট্রি সোসাইটির বিজ্ঞানী বরদ বি গিরি পশ্চিমঘাট পর্বতমালায় প্রথম খুঁজে পেয়েছিলেন সরীসৃপটিকে। তাই নেমেসিসি প্রজাতির এই সরীসৃপের নামকরণ করা হয়েছে নেমেসিস গিরি।
ভ্যালি অফ ফ্লাওয়ারসের কাস মালভূমিতে প্রথম দেখা যায় এই ডোয়ার্ফ গেকো। সেটা ২০১৩ সালের জানুয়ারি মাস। তারপর থেকেই পরীক্ষা নিরীক্ষা শুরু করেছিলেন ব্যাঙ্গালোর ন্যাশনাল সেন্টার ফর বায়লজিকাল সায়েন্সেস অ্যান্ড সেন্টার ফর ইকোলজিকাল সায়েন্সেসের সৌনক পাল, রাজেশ সনপ, জিশান মিশ্র ও হরশন ভোসলে। তাদের গাইড করেছিলেন বরদ গিরি। তাই এই আবিষ্কার তাকেই উৎসর্গ করেছেন ছাত্রেরা।
এর আগে ২০১২ সালে পশ্চিম ঘাট পর্বতেই নতুন প্রজাতির সাপের সন্ধান পান গিরি। সেবারও সাপের নাম রাখা হয়েছিল তার নামানুসারেই। ডেনড্রালাথিস গিরি।