মাকড়সার জ্বালায় বাঙালির মাছে টান পড়তে পারে। কথাটা শুনে মাছ প্রিয় বাঙালিরা অবাক হতে পারেন। আবার খবরটা শুনে ক্ষুব্ধও হতে পারেন। কারণ মাছেরা মাকড়সার খাদ্য হয়ে উঠেছে। গল্প নয়, সুইজারল্যান্ড এবং অস্ট্রেলিয়ার বিজ্ঞানীরা সত্যি সত্যিই এমন মাছ খেকো মাকড়সার সন্ধান পেয়েছেন। তারা লক্ষ্য করেছেন, ওইসব মাকড়সারা তাদের চেয়ে বড় আকারের মাছ মেরে খায়।
বিজ্ঞানীরা পরীক্ষাগারে পাঁচটি মাকড়সার পরিবারকে নিয়ে পর্যবেক্ষণ করেন। তাদের সঙ্গে রাখা হয় মাছকেও। এই বিশেষ প্রজাতির মাকড়সা পরিষ্কার পানিতে বা পুকুরে বসবাস করে। জলে থাকায় সাঁতার কাটতে সক্ষম। এদের কাছে খুব শক্তিশালী নিউট্রোক্সিন এবং উৎসেচক রয়েছে যার সাহায্যে মাছকে মেরে খেয়ে হজম করতে সক্ষম হয়।
পরীক্ষাগারে এই পর্যবেক্ষণ করা হলেও বিজ্ঞানীরা জানান, অ্যান্টার্কটিকা ছাড়া বিশ্বের নানা প্রান্তেই রয়েছে এমন মাছ খেকো মাকড়সা। পরে বিজ্ঞানীরা লক্ষ্য করেছেন, উত্তর আমেরিকায় বিশেষত ফ্লোরিডার জলাভূমিতে এমন মাকড়সাকে ছোট ছোট মাছ খেতে দেখা যায়। সাধারণত পোকামাকড় খেয়েই মাকড়সা বাঁচে বলে প্রাণী বিজ্ঞানীদের ধারণা। কিন্তু এই গবেষণা জানাচ্ছে, শুধু পোকামাকড়ই মাকড়সার একমাত্র খাদ্য নয়। প্লস ওয়ান জার্নালে এই গবেষণার বিষয়টি প্রকাশিত হয়েছে।