জার্মানিতে ভেড়া-ছাগল সংকর একটি প্রাণীর সন্ধান পাওয়া গেছে। এ ধরনের ঘটনা বেশ বিরল বলে সংশ্লিষ্ট গবেষকরা জানিয়েছেন। এযাবৎ বৈজ্ঞানিকভাবে নিশ্চিত হওয়া এ ধরনের ঘটনা এটিই প্রথম। মধ্য জার্মানির দেদারোদের একটি ফার্মে ছয় মাস আগে প্রাণীটির জন্ম হয়। খবর দ্য হিন্দু অনলাইনের
ছয় মাস বয়সী সংকর এ প্রাণীটি দৃশ্যত একটি 'জীপ' বলে দেদারোদের নিকটবর্তী ইউনিভার্সিটি অব গোয়েটিনজেন'র গোপ্রাণী গবেষক ক্রিস্টোফ নর জানিয়েছেন।
ভেড়া ও ছাগল একই কাপ্রাইন উপ-পরিবারের সদস্য হলেও তাদের ভিন্ন ক্রোমোজোম গুচ্ছ রয়েছে। সাধারণত ছাগলে ৬০টি [৩০ জোড়া] ক্রোমোজোম থাকলেও ভেড়ার থাকে ৫৪টি [২৭ জোড়া] ক্রোমোজোম। ক্রোমোজোমের এমন ধরনের পার্থক্যে সংকর প্রাণীর জন্মলাভ খুবই কঠিন বলে বিজ্ঞানীরা জানান।
গোয়েটিনজেন বিশ্ববিদ্যালয়ের গবেষকরা বিরল এ প্রাণীটির উপর তাদের গবেষণা অব্যাহত রাখবেন বলে জানা যায়।