সম্প্রতি একদল গবেষক প্রমাণ করে দিয়েছেন যে, স্থল মাইন অপসারণে মানুষের চেয়েও অধিক কার্যকরী ইঁদুর।
তাঞ্জানিয়াভিত্তিক একটি বেসরকারি সংস্থা 'আপোপো' ইঁদুরের সহায়তায় আফ্রিকার বিভিন্ন অঞ্চলে স্থলমাইন অপসারণ অভিযান চালিয়েছে।
এব্যপারে সংস্থাটির প্রতিষ্ঠাতা ব্রেট ওয়েটজেন বলেন, 'এখন অনেকেই ইঁদুরকে উপহার হিসেবে নিচ্ছেন। কারণ আফ্রিকার মানুষ বুঝে গিয়েছে যে ইঁদুর তাদের জন্য এখন আর্শীবাদ।'
সংস্থাটির মতে, একটি ইঁদুর এক ঘণ্টায় ২০০ বর্গফুট এলাকা মাইন মুক্ত করতে পারে। যেখানে ওই সমপরিমান জায়গায় মাইনমুক্ত করতে মানুষের প্রায় ৫০ ঘণ্টা সময় লাগে। এছাড়াও গবেষণা ক্ষেত্রে টিবি রোগ নির্ধারণ করতেও জুরি নেই এই ইঁদুরের। আট মিনিটে ৫০বার রক্ত পরীক্ষা করতে পারে তারা।
ধারণা করা হয়, পুরো আফ্রিকা জুরে কয়েক মিলিয়ন স্থল মাইন পোতা আছে। প্রতিবছরই উল্লেখযোগ্য সংখ্যক মানুষ এই মাইন বিস্ফোরণে নিহত এবং আহত হন। শুধুমাত্র ১৯৯৯ সালে থেকে ২০১৩ সালের মধ্যেই ১৮ হাজার মানুষ মারা গেছে মাইন বিস্ফোরণে। আফ্রিকার অনেক স্থানই আছে, যেখানে ইচ্ছে থাকা স্বত্ত্বেও বিভিন্ন সংস্থা কাজ করতে পারে না স্থল মাইনের কারণে। এমতাবস্থায় ইঁদুরকে কাজে লাগানো গেলে দ্রুত ফল পাওয়া যেতে পারে বলেও ধারণা সংস্থাটির।
বিডি-প্রতিদিন/২৮ সেপ্টেম্বর ২০১৪/জান্নাত