গত ৪০ বছরে বিশ্বব্যাপী বন্যপ্রাণীর সংখ্যা অর্ধেকেরও বেশি কমেছে বলে নতুন এক গবেষণায় বলা হয়েছে। এতে দেখা গেছে, ১৯৭০ থেকে ২০১০ সালে মাছ, পাখি, স্তন্যপায়ী, উভচর ও সরীসৃপ প্রাণীর সংখ্যা ৫২ শতাংশ হ্রাস পেয়েছে। সুইজারল্যান্ডভিত্তিক ওয়ার্ল্ড ওয়াল্ড লাইফ ফান্ড (ডব্লিউডব্লিউএফ) ও জুয়োলজিক্যাল সোসাইটি অব লন্ডনের (জেডএসএল) এক যৌথ গবেষণায় এ তথ্য পাওয়া গেছে। গতকাল এ সংক্রান্ত একটি গবেষণা প্রতিবেদন প্রকাশ করা হয়। এসব প্রাণী হ্রাসের মধ্যে সবচেয়ে আশঙ্কাজনক অবস্থায় রয়েছে মিঠাপানিতে বসবাসকারীরা। এদের পরিমাণ ৭৬ শতাংশ হ্রাস পেয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, মনুষ্য হুমকির ফলেই পরিবেশের এ বিপর্যয় ঘটছে। বিশেষত, লাতিন আমেরিকার মতো গ্রীষ্মমণ্ডলীয় এলাকায় বেশি ক্ষতি হচ্ছে বলে দাবি করা হয়েছে। জেডএলএস'র সায়েন্স ডিরেক্টর কেন নরিস বলেন, এ ক্ষতি অনিবার্য নয়, আমাদের জীবনযাত্রার পদ্ধতির ফলেই এ পরিণতি হয়েছে।' তিনি আরও বলেন, এখনও আশা শেষ হয়ে যায়নি। এজন্য পরিবেশ রক্ষায় সংরক্ষণমূলক কর্মকাণ্ড, রাজনৈতিক সদিচ্ছা ও কল-কারখানার সহায়তা প্রয়োজন। প্রতিবেদনটিতে কয়েকটি আরব রাষ্ট্র ও যুক্তরাষ্ট্রের বাসিন্দাদের বিলাসী জীবনযাত্রার সমালোচনা করা হয়েছে। আরব রাষ্ট্রগুলোর মধ্যে সম্পদ অপচয়ের ক্ষেত্রে কুয়েত, কাতার ও সংযুক্ত আরব অমিরাত এগিয়ে রয়েছে।
প্রসঙ্গত, গবেষণাটি প্রতি দুই বছর পর পর করা হয়। সর্বশেষ প্রকাশিত 'লিভিং প্লানেট' গবেষণা কর্মটিতে তিন হাজার ৩৮ মেরুদণ্ডী প্রজাতির প্রায় ১০ হাজার প্রাণীর তথ্য বিশ্লেষণ করা হয়েছে। এএফপি।
বিডি-প্রতিদিন/ ৩০ সেপ্টেম্বর, ২০১৪/ রশিদা