পৃথিবীতে বাস করেও তারা যেন ভিনগ্রহের মানুষ! বর্তমান স্মার্টফোন প্রজন্ম হয়তো ধারণাও করতে পারবে না, কেমন ছিলেন তাদের পূর্বপুরুষেরা। তবে আফ্রিকার হাজদা আদিবাসীদের দেখে তাদের অতীত সম্পর্কে একটি ধারণা পাবে। কারণ, গত ১০ হাজার বছর ধরে তাদের কোনো পরিবর্তন হয়নি।
তাঞ্জানিয়ার লেক ইয়াশির উত্তর তীরে গেলেই মিলবে তাদের দেখা। এখানেই বাস হাজদা আদিবাসীদের। বলা হচ্ছে, তারাই পৃথিবীর শেষ শিকারি প্রজন্ম। তারা অন্য কোনো খাদ্য উৎপাদন বা পশুপালন করেন না। এমনকি তাদের কোনো স্থায়ী বাড়িও নেই।
তাদের জগতটাই হলো চূড়ান্ত স্বাধীনতার। একজন নগর সভ্যতার মানুষ যা ভাবতেও পারেন না। সেখানে কোনো ফোন নেই, স্যোশাল মিডিয়া নেই, চাকরি, রাগী বস, গাড়ি-বাড়ি, সমাজ, ধর্ম, আইন-কানুন কিছুই নেই। সবচেয়ে মজার ব্যাপার হলো, সেখানে কোনো টাকা নেই! সেখানে চলে সেই আদিকালের বিনিময় প্রথা।
একজন প্রাপ্তবয়স্ক হাজদা আদিবাসীর দিন শুরু হয় সূর্যোদয়ের পর থেকে। কাজ বলতে খাবারের জন্য শিকার ছাড়া আর তেমন কিছু নেই। প্রায় পাঁচ ঘণ্টা মতো শিকারে ব্যয় করার পর বাকি সময় অবসর। এক পৃথিবীর মধ্যে যেন অন্য পৃথিবীর রাজত্ব করছেন তারা!
বিডি-প্রতিদিন/ ৩০ সেপ্টেম্বর, ১৪/ সালাহ উদ্দীন