ফেসবুক ব্যবহারের আগে এর গোপনীয়তা সম্বন্ধে ধারণা থাকা ভালো। অনেকে ভেবে থাকেন তিনি প্রাইভেটলি ফ্লার্টিং করছেন, অন্য কেউ তা বুঝতে পারবে না। কিন্তু মনে রাখবেন, আপনি যার সঙ্গে ফ্লার্টিং করছেন সব কথা আপনার ফ্লার্টিং পার্টনারের কাছে রয়ে গেছে। আপনি নিজেও জানেন না আপনার পার্টনার তার যোগাযোগের গোপনীয়তা কিভাবে রক্ষা করে। কিছু কিছু পরিস্থিতি আছে, যাতে করে আপনার গোপনীয়তা অন্য কারো কাছে ফাঁস হয়ে যেতে পারে। যেমন:
- আপনার সঙ্গী ব্যক্তিগত পিসি বা ল্যাপটপ ব্যবহার না করে, কোন পাবলিক পিসি ব্যাবহার করতে পারে
- আপনার সঙ্গী যদি অফিসের পিসি ব্যবহার করে থাকে, সেখানে তার অনলাইন অ্যাক্টিভিটি পর্যবেক্ষণ করা হতে পারে
- অনেকে ব্যক্তিগত মোবাইলের গোপনীয়তা খুব একটা বজায় রাখেন না
- বাড়ির পিসিতে একসঙ্গে অনেকে ঢুকতে পারে (যেমন: আপনার ফ্লার্টিং পার্টনারের বাবা, মা, ভাই, বোন)
- নেট চলে গেলে লগআউট করা যায় না বলে অনেকে পিসি ছেড়ে উঠে যায়, কিন্তু পরে অন্য কেউ সেই একই পিসিতে বসতে পারে।
- আপনার ফ্লার্টিং পার্টনারের অ্যাকাউন্ট হ্যাক হলে, কেউ যদি তার সব গোপন মেসেজ নিজের ওয়ালে দিয়ে দেয়, তখন আপনি নিজেও বিপদে পড়তে পারেন।
- আপনি ফ্রেন্ডলিস্ট হাইড করলেও, আপনার পোস্টগুলোর লাইক থেকে আপনার ফ্রেন্ডদের খুঁজে বের করা যায়
- আপনি কাউকে ব্লক করে দিলেও তিনি অন্য কোনো ফ্রেন্ডকে দিয়ে এই লিস্ট সংগ্রহ করতে পারেন
- আপনি যদি আপনার প্রোফাইলে অফিসের নাম ব্যবহার করে থাকেন, তাহলে আপনার ব্যাপারে অভিযোগ করার আরও একটা জায়গা জানা আছে ওদের
- আপনি যদি পরিবারের লোকদের যোগ করে থাকেন, তাহলে আরও বেশি অভিযোগ করার সুযোগ খোলা আছে।
বিডি-প্রতিদিন/ ১ অক্টোবর, ২০১৪/ রাসেল/ রশিদা