শিরোনাম
- নিউজিল্যান্ড নয়! অবসর ভেঙ্গে যে দেশের হয়ে নামবেন রস টেলর
- বৈষম্যের ক্ষোভে উত্তাল ইন্দোনেশিয়া: বিক্ষোভকারীদের দাবিগুলো কী?
- নীলফামারীর সাবেক এমপি সাদ্দাম ঢাকায় গ্রেফতার
- নেত্রকোনার পাহাড়ি জনপদে বিনামূল্যে চোখের আলো ফিরে পেলেন ৩৭৫ জন
- সুনামগঞ্জে নিখোঁজের তিন দিন পর নদী থেকে জমিয়ত নেতার লাশ উদ্ধার
- ডাকসুতে জিএস পদে বাকেরকে সমর্থন দিয়ে সরে দাঁড়ালেন মাহিন
- জাপানি গাড়ির শুল্ক প্রায় অর্ধেক কমালেন ট্রাম্প
- উত্তেজনা বাড়িয়ে মার্কিন যুদ্ধজাহাজের উপর দিয়ে ২ যুদ্ধবিমান উড়াল ভেনেজুয়েলা
- ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত আফগানিস্তানে জরুরি ত্রাণ সহায়তা পাঠাল বাংলাদেশ
- অনিয়মের অভিযোগে পটুয়াখালী বিদ্যুৎকেন্দ্রে কয়লা সরবরাহের দরপত্র বাতিলের নির্দেশ
- পেন্টাগনকে ‘যুদ্ধ দফতর’ হিসেবে পরিচিত করানোর আদেশ ট্রাম্পের
- নবীজির ন্যায়বিচারের প্রতি শ্রদ্ধা জানানোর মহিমান্বিত মুহূর্ত ঈদে মিলাদুন্নবী : মির্জা ফখরুল
- পূর্ণ প্রস্তুতির কথা ঘোষণা করল ইরানের সশস্ত্র বাহিনী
- ফিলিস্তিনি তিন মানবাধিকার সংস্থার ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা
- রুশ তেল ক্রয় বন্ধ ও চীনের উপর চাপ বাড়াতে ইউরোপকে ট্রাম্পের আহ্বান
- চিলিকে বড় ব্যবধানে হারিয়ে পয়েন্ট টেবিলের দুইয়ে ব্রাজিল
- ফের শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠলো আফগানিস্তান
- দেশের মাটিতে বিদায়ী ম্যাচে মেসির জোড়া গোল, সহজ জয় আর্জেন্টিনার
- টানা ৩৪ ঘণ্টা বন্ধ থাকবে ঢাবির সব প্রবেশপথ
- পুলিশের ওপর হামলা চালিয়ে হাতকড়াসহ আসামি ছিনতাই
গরুর আবাসিক হোটেল!
অনলাইন ডেস্ক:
অনলাইন ভার্সন

মানুষের জন্য আবাসিক হোটেলের ব্যবস্থা শুধু বড় বড় শহরেই নয়, এখন মফস্বল শহরগুলোতেও ভুরি ভুরি। তাই বলে গরুর জন্য হোটেল! শুনতে অবাক লাগলেও টাঙ্গাইলের ভূঞাপুরের গোবিন্দাসী এলাকায় এমন হোটেল পাওয়া যাবে শত শত। যমুনার তীর ঘেঁষা গোবিন্দাসী গরুর হাটকে কেন্দ্র করে গড়ে উঠেছে আড়াই শতাধিক পশুর হোটেল। কোরবানীর পশুর সুবাদে এ ক'দিন হোটেলগুলো ছিল রমরমা। তবে শুধু কোরবানীর ঈদের আগেই নয়, সারাবছরই এ হোটেলগুলো চালু থাকে। হোটেলে গরুর যাবতীয় দেখভালের পাশাপাশি গরুকে গোসল করানো, খাওয়ানো এমনকি 'রুম সার্ভিস'-এর ব্যবস্থাও আছে। আর এই হোটেলগুলোর সুবাদে এ অঞ্চলে গড়ে উঠেছে দেশের অন্যতম বৃহত্তম পশুর হাট।
জানা যায়, গোবিন্দাসী গরুর হাট প্রতি রবি ও বৃহস্পতিবার বসে। সকাল থেকে রাত পর্যন্ত জমজমাট বেচাকেনা। শুরুর দিকে পাইকাররা ট্রাক ও নৌকায় গরু এনে হাটের আশপাশের মানুষের বাড়ির সামনে এনে জড়ো করে রাখতেন। ঝড়বৃষ্টির সময় স্থানীয়দের বাড়ির গোয়ালঘরেই গরুগুলো রাখতে হতো। পাইকাররা এর বিনিময়ে বাড়ির মালিককে কিছু টাকা দিতেন।
আর এ থেকেই আসে গরুর হোটেলের ধারণাটি স্থানীয়দের মাথায় আসে। পাইকারদের চাহিদার কারণে স্থানীয় দরিদ্রদের সামনে খুলে যায় সম্ভাবনার দুয়ার। হাটে আসা পশু রাখার জন্য বাড়ির মালিকরা তাদের খোলা জায়গায় টিনের ছাপড়া দিয়ে ঘর তুলতে শুরু করেন। এক সময় ওই ঘরগুলোকেই গরুর আবাসিক হোটেল বলতে শুরু করে সবাই।
হাট শুরুর প্রায় ২/৩দিন অাগেই হাটে এসে এসব হোটেলগুলোতে গরু রাখেন পাইকাররা। আর এজন্য হোটেলে গরুপ্রতি প্রতিদিন ২০ থেকে ৩০ টাকা করে ভাড়া দিতে হয়।
গরুর হোটেল চালিয়ে মালিকদের আয় মাসে ২০ থেকে ৩০ হাজার টাকা। একেকটি আবাসিক হোটেলে ৩০-৪০টি গরু-মহিষ থাকতে পারে। হোটেলগুলোতে রয়েছে খড়সহ পর্যাপ্ত পশু খাদ্যের মজুদ। বেশিরভাগ হোটেলের পাশেই রয়েছে গোসলের পুকুর।
দিনে দিনে বাড়তে থাকে এ ধরনের হোটেলের সংখ্যা। আইডিয়া ছড়িয়ে পড়ে আশপাশের খানুরবাড়ি, ভালকুটিয়া, কুকাদাইর, রাউৎবাড়ি, জিগাতলা, বাগবাড়ি, স্থলকাশি, মাটিকাটা ও চিতুলিয়াপাড়াসহ আরও অন্তত ১০-১২টি গ্রামে।
গরুর এক পাইকার জানান, গরু রাখা ও পাইকারদের থাকা খাওয়ার এতো সুন্দর ব্যবস্থা দেশের অন্য কোনও হাটে নেই। গরু অবিক্রিত থাকলে সেগুলো হোটেলে রেখে তারা নিশ্চিন্তে চলে যেতে পারেন। হোটেল মালিক নিজ দায়িত্বে সেগুলোর দেখাশোনা করেন। পরের হাটবারে আবার নতুন করে আনা গরুর সঙ্গে সেগুলো বিক্রি করা হয়।
এ বিষয়ে টাঙ্গাইলের জেলা প্রশাসক মাহবুব হোসেন বলেন, অভিনব এ হোটেল ব্যবসায়ীদের সহযোগিতার জন্য স্থানীয় প্রশাসনের যদি কিছু করার থাকে তাহলে অবশ্যই করা হবে।
বিডি-প্রতিদিন/০৫ অক্টোবর ২০১৪/আহমেদ
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর

তারেক রহমানের ট্রাভেল ডকুমেন্ট নিয়ে সমস্যা থাকলে সমাধান করবো: পররাষ্ট্র উপদেষ্টা
২০ ঘণ্টা আগে | জাতীয়

উত্তেজনা বাড়িয়ে মার্কিন যুদ্ধজাহাজের উপর দিয়ে ২ যুদ্ধবিমান উড়াল ভেনেজুয়েলা
৪ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম