শিরোনাম
- শ্রমিকদের ন্যায্য আদায়ের লড়াইয়ে পাশে আছে বিএনপি : আমীর খসরু
- টেসলার সিইও হিসেবে ইলন মাস্ককে পরিবর্তনের খবর মিথ্যা
- আমরা ১৭ বছর গাছের গোড়ায় পানি ঢেলেছি, এখন ফল খাচ্ছেন আপনারা : মির্জা আব্বাস
- মেসেঞ্জারে ভুল মেসেজ পাঠিয়ে ফেলেছেন? মাত্র ১৫ মিনিটে বাঁচার উপায়!
- আবারও ব্যাট-বল নিয়ে মাঠে নামছেন শোবিজ তারকারা
- চ্যাটজিপিটির পরামর্শে মামলায় জিতলেন তরুণ
- গ্রিনকার্ড থাকলেই নিশ্চিন্ত নন, যুক্তরাষ্ট্রে শুরু নতুন নজরদারি
- পাকিস্তানি তারকাদের ইনস্টাগ্রামে ভারতীয়দের প্রবেশ নিষেধ!
- আমরা শ্রমিকবান্ধব একটি সরকার চাই : মাসুদ সাঈদী
- রাবনাবাদ নদী থেকে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার
- দেশজুড়ে অভিযানে অস্ত্রসহ গ্রেফতার ১১৩৭
- মৃত্যুকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে কুমির ভর্তি লেকে ঝাঁপ দিলেন নওয়াজ!
- “রাত না কাটালে বাদ!” অঞ্জনার বিস্ফোরক স্বীকারোক্তি
- উত্তেজনা বাড়িয়ে ভারত সীমান্তে পাকিস্তানের পূর্ণমাত্রার সামরিক মহড়া
- ছাদ থেকে পড়ে কলেজ ছাত্রী আহত
- করিডর দেয়ার সিদ্ধান্ত আসতে হবে নির্বাচিত সংসদ থেকে : তারেক রহমান
- দেশের স্বার্থের বিরুদ্ধে যায় এমন চুক্তি না করার আহ্বান মির্জা ফখরুলের
- ফেনীতে মে দিবসে আলোচনা সভা
- মাগুরায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত
- দিনাজপুরে র্যালি-আলোচনায় প্রাণবন্ত মে দিবস
গরুর আবাসিক হোটেল!
অনলাইন ডেস্ক:
অনলাইন ভার্সন

মানুষের জন্য আবাসিক হোটেলের ব্যবস্থা শুধু বড় বড় শহরেই নয়, এখন মফস্বল শহরগুলোতেও ভুরি ভুরি। তাই বলে গরুর জন্য হোটেল! শুনতে অবাক লাগলেও টাঙ্গাইলের ভূঞাপুরের গোবিন্দাসী এলাকায় এমন হোটেল পাওয়া যাবে শত শত। যমুনার তীর ঘেঁষা গোবিন্দাসী গরুর হাটকে কেন্দ্র করে গড়ে উঠেছে আড়াই শতাধিক পশুর হোটেল। কোরবানীর পশুর সুবাদে এ ক'দিন হোটেলগুলো ছিল রমরমা। তবে শুধু কোরবানীর ঈদের আগেই নয়, সারাবছরই এ হোটেলগুলো চালু থাকে। হোটেলে গরুর যাবতীয় দেখভালের পাশাপাশি গরুকে গোসল করানো, খাওয়ানো এমনকি 'রুম সার্ভিস'-এর ব্যবস্থাও আছে। আর এই হোটেলগুলোর সুবাদে এ অঞ্চলে গড়ে উঠেছে দেশের অন্যতম বৃহত্তম পশুর হাট।
জানা যায়, গোবিন্দাসী গরুর হাট প্রতি রবি ও বৃহস্পতিবার বসে। সকাল থেকে রাত পর্যন্ত জমজমাট বেচাকেনা। শুরুর দিকে পাইকাররা ট্রাক ও নৌকায় গরু এনে হাটের আশপাশের মানুষের বাড়ির সামনে এনে জড়ো করে রাখতেন। ঝড়বৃষ্টির সময় স্থানীয়দের বাড়ির গোয়ালঘরেই গরুগুলো রাখতে হতো। পাইকাররা এর বিনিময়ে বাড়ির মালিককে কিছু টাকা দিতেন।
আর এ থেকেই আসে গরুর হোটেলের ধারণাটি স্থানীয়দের মাথায় আসে। পাইকারদের চাহিদার কারণে স্থানীয় দরিদ্রদের সামনে খুলে যায় সম্ভাবনার দুয়ার। হাটে আসা পশু রাখার জন্য বাড়ির মালিকরা তাদের খোলা জায়গায় টিনের ছাপড়া দিয়ে ঘর তুলতে শুরু করেন। এক সময় ওই ঘরগুলোকেই গরুর আবাসিক হোটেল বলতে শুরু করে সবাই।
হাট শুরুর প্রায় ২/৩দিন অাগেই হাটে এসে এসব হোটেলগুলোতে গরু রাখেন পাইকাররা। আর এজন্য হোটেলে গরুপ্রতি প্রতিদিন ২০ থেকে ৩০ টাকা করে ভাড়া দিতে হয়।
গরুর হোটেল চালিয়ে মালিকদের আয় মাসে ২০ থেকে ৩০ হাজার টাকা। একেকটি আবাসিক হোটেলে ৩০-৪০টি গরু-মহিষ থাকতে পারে। হোটেলগুলোতে রয়েছে খড়সহ পর্যাপ্ত পশু খাদ্যের মজুদ। বেশিরভাগ হোটেলের পাশেই রয়েছে গোসলের পুকুর।
দিনে দিনে বাড়তে থাকে এ ধরনের হোটেলের সংখ্যা। আইডিয়া ছড়িয়ে পড়ে আশপাশের খানুরবাড়ি, ভালকুটিয়া, কুকাদাইর, রাউৎবাড়ি, জিগাতলা, বাগবাড়ি, স্থলকাশি, মাটিকাটা ও চিতুলিয়াপাড়াসহ আরও অন্তত ১০-১২টি গ্রামে।
গরুর এক পাইকার জানান, গরু রাখা ও পাইকারদের থাকা খাওয়ার এতো সুন্দর ব্যবস্থা দেশের অন্য কোনও হাটে নেই। গরু অবিক্রিত থাকলে সেগুলো হোটেলে রেখে তারা নিশ্চিন্তে চলে যেতে পারেন। হোটেল মালিক নিজ দায়িত্বে সেগুলোর দেখাশোনা করেন। পরের হাটবারে আবার নতুন করে আনা গরুর সঙ্গে সেগুলো বিক্রি করা হয়।
এ বিষয়ে টাঙ্গাইলের জেলা প্রশাসক মাহবুব হোসেন বলেন, অভিনব এ হোটেল ব্যবসায়ীদের সহযোগিতার জন্য স্থানীয় প্রশাসনের যদি কিছু করার থাকে তাহলে অবশ্যই করা হবে।
বিডি-প্রতিদিন/০৫ অক্টোবর ২০১৪/আহমেদ
এই বিভাগের আরও খবর