৩০ বছর পর ভারতীয় নৌসেনা প্রজাতন্ত্র দিবসের প্যারেডে নিজেদের যুদ্ধবিমান ও নজরদারি বিমানের শক্তি প্রদর্শন করবে। সদ্য কেনা মার্কিন প্রযুক্তিতে তৈরি অ্যান্টি সাবমেরিন ও দূর থেকে সমুদ্রে নজর রাখার বিমানের খেলা দেখবেন খোদ মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। এখানেই শেষ নয়, এরপরেই রয়েছে আসল চমক। এই প্রথম প্রজাতন্ত্র দিবসের প্যারেডে অংশ নেবেন স্থল, বিমান ও নৌসেনার মহিলা প্রতিনিধিরা।
১৯৮৪ সালে শেষবার প্যারেডে নিজেদের শক্তি প্রদর্শন করেছিল নৌসেনা। সেই বছর নৌসেনার হয়ে প্যারেডে প্রতিনিধিত্ব করেন তরুন অফিসার অরুণ প্রকাশ। তার প্রায় তিন দশক কেটে গিয়েছে। কোনও নতুন এয়ারক্রাফ্ট কেনা হয়ে ওঠেনি নৌসেনার। গতবছর নরেন্দ্র মোদীর নেতৃত্বে এনডিএ জোট ক্ষমতায় আসার পর কেনা হয়েছে নতুন সামরিক অস্ত্রশস্ত্র। এবার কেন্দ্র তা প্রদর্শনে উৎসাহী হয়েছে বলে এনডিটিভি সূত্রে খবর।